সবকিছু ঠিক থাকলে আগামী ১ এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস, চলবে ১০ এপ্রিল পর্যন্ত। ভর্চুয়ালি গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৮ মার্চ) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটোরিয়ামে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গেমস উদ্বোধন করবেন।’
‘বাংলাদেশের খেলাধুলার উল্লেখযোগ্য সাফল্য গাথা’ এবং ‘খেলাধুলায় বাংলাদেশ’ ভিজুয়াল প্রদর্শনীসহ দৃষ্টিনন্দন উদ্বোধনী অনুষ্ঠান হবে বলে জানানো হয়েছে।
এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের খেলা অনুষ্ঠিত হবে সাত বিভাগের সাত জেলায় হবে। মোট ৩১ ডিসিপ্লিনের খেলা ২৯ ভেন্যুতে আয়োজন করা হবে। ঢাকার বাইরের খেলাগুলোর মধ্যে আরচারি গাজীপুরে, নারী ক্রিকেট সিলেটে (সমাপ্ত), পুরুষ ক্রিকেট বরিশালে, ফুটবল কুমিল্লায়, কারাতে বান্দরবানে, রাগবি রংপুরে, টেনিস রাজশাহীতে, ভলিবল নড়াইলে ও ভারোত্তোলন ময়মনসিংহে অনুষ্ঠিত হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ গেমসের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস।’ যে কারণে গেমসের মশাল গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার বঙ্গবন্ধুর সমাধিস্থল থেকে যাত্রা শুরু করবে।
উল্লেখ্য, সূচিজনীত সমস্যার কারণে এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের খেলা অবশ্য অনেক আগেই মাঠে গরিয়েছে। নারী ক্রিকেটারদের ব্যস্ততার কারণে সিলেটে গেমসের নারী ক্রিকেট ইভেন্ট শেষ হয়েছে ইতোমধ্যেই। গতকাল শনিবার পুরুষ দলের খেলা শুরু হয়েছে কুমিল্লায়।