Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্ট স্ট্যাটাস পেল নারী ক্রিকেট দল


২ এপ্রিল ২০২১ ১৫:২৪ | আপডেট: ২ এপ্রিল ২০২১ ২০:২৬

আইসিসির টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

আইসিসির বোর্ড ও কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশসহ নতুন করে আফগানিস্তান এবং জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) আইসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ড সভায় আইসিসির পূর্ণাঙ্গ নারী দল সদস্যদের ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল এখন থেকে টেস্ট ম্যাচও খেলতে পারবে।

এর আগে টেস্ট খেলতে পারতো ১০টি নারী ক্রিকেট দল। দলগুলো হলো-অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং আইসিসির দুই সহযোগী দেশ নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ড নারী দল। এবার এই অভিজাত ক্লাবে নাম উঠল বাংলাদেশসহ জিম্বাবুয়ে, আফগানিস্তানেরও।

উল্লেখ্য, ২০০০ সালে পুরুষ ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ দল।

আইসিসি টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর