নিরাপদে ভারত পৌঁছে দোয়া চাইলেন মোস্তাফিজ
৫ এপ্রিল ২০২১ ১৬:২৩
মোস্তাফিজুর রহমান এবার আইপিএল খেলতে যাবেন কিনা সেটা নিশ্চিত হয়েছে একেবারে শেষ সময়ে। বলেছিলেন, সিদ্ধান্ত নিবেন নিউজিল্যান্ড সিরিজ চলাকালে। নিউজিল্যান্ড সিরিজ চলাকালে বোর্ডের সবুজ সংকেত পেলে আইপিএলে যাওয়ার প্রস্তুতি শুরু করেন বাঁহাতি পেসার। সেই মোতাবেক মোস্তাফিজ এই মুহূর্তে ভারতে।
নিউজিল্যান্ড সিরিজ শেষে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ দল। দলের অন্য সদস্যরা পরিবারের কাছে ফিরলেও মোস্তাফিজ কিছুক্ষণ বিমানবন্দরেই অপেক্ষা করে স্ত্রীকে নিয়ে সেখান থেকেই উড়াল দিয়েছেন ভারতে। নিরাপদেই ভারতে পৌঁছেছেন বাংলাদেশি পেসার।
এবার রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলবেন মোস্তাফিজ। আজ সোমবার (৫ এপ্রিল) সকালে রাজস্থান জানিয়েছে, নিরাপদেই ভারত পৌঁছেছেন মোস্তাফিজ। ফ্র্যাঞ্চাইজিটি ইনস্টাগ্রামে মোস্তাফিজের একটি ছবি পোস্ট করে লিখেছে, ‘সোমবার সকালটা শুরু হলো মোস্তাফিজকে দিয়ে।’
মোস্তাফিজও তার ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট করেছেন। নিজের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘রাজস্থান রয়্যালসের সঙ্গে আইপিএল অভিযান শুরু করতে ভারতে নিরাপদেই অবতরণ করেছি। আমার জন্য দোয়া করবেন।’
নিলামে ১ কোটি রুপির ভিত্তিমূল্যে মোস্তাফিজকে দলে নিয়েছে রাজস্থান। মোস্তাফিজের রাজস্থান প্রথম ম্যাচ খেলবে আগামী সোমবার। তবে কোয়ারেন্টাইন ইস্যুতে শুরু থেকে রাজস্থানের হয়ে খেলতে পারবেন না বাংলাদেশি পেসার।
২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম আইপিএল খেলেন মোস্তাফিজ। সেবার সেরা উদীয়মান ক্রিকেটা্ নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশি পেসার। পরের মৌসুমে চোটের কারণে খেলতে পেরেছিলেন মাত্র একটা ম্যাচ। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্স কিনেছিল মোস্তাফিজকে। সেবার ৭ ম্যাচ খেলে উইকেট নিয়েছিলেন ৭টি।