Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটবলের স্বর্ণ বাংলাদেশ সেনাবাহিনীর


৭ এপ্রিল ২০২১ ২১:৩৪

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে ফুটবল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সিলেট জেলাকে হারিয়ে স্বর্ণের হাসি হেসেছে সেনাবাহিনী।

বুধবার (৭ এপ্রিল) কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফুটবলের স্বর্ণের লড়াইয়ে সিলেট জেলাকে ২-০ গোলে হারিয়েছে সেনাবাহিনী। জয়ী দলের হয়ে গোল দুটি করেছেন ইমন ও সঞ্জয়। রানার্সআপ সিলেট জেলা পাবে রুপা।

এদিকে, তৃতীয় স্থান নির্ধারণী অর্থাৎ ব্রোঞ্জের লড়াইয়ে পিয়াসের হ্যাটট্রিকে সাতক্ষীরা জেলাকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বিকেএসপি।

ব্যাডমিন্টনেও সেরা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সেনাবাহিনীর বৃষ্টি খাতুন ও ফাতেমা বেগম ২-০ সেটে হারিয়েছে বাংলাদেশ আনসারের রেশমা আক্তার ও উর্মি আক্তার জুটিকে।

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস বাংলাদেশ সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর