দুর্দান্ত মোস্তাফিজ, মরিচের ঝালে রাজস্থানে প্রথম জয়
১৬ এপ্রিল ২০২১ ০৩:৪২
এবারের আইপিএল নিলামে বড় এক চমক ছিলেন ক্রিস মরিচ। ১৬ কোটি রুপি খরচ করে দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যালস। অতীতে আইপিএল নিলামে বিদেশি কোনো ক্রিকেটারের এতো দাম উঠেনি। এতো দাম শুনে অনেকে নাক শিটকালেও মরিচ দেখালেন কেন তাকে ১৬ কোটি রুপিতে কিনেছে রাজস্থান। মরিচের কতো ঝাল আজ সেটা টের পেল দিল্লি ক্যাপিটাল। নিজেদের দিকে হেলে পড়া ম্যাচটাতে আজ মরিচ ঝড়ের কারণেই জয়বঞ্চিত হলো দিল্লি।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) আইপিএলের সাত নম্বর ম্যাচে দিল্লিকে তিন উইকেটে হারিয়েছে রাজস্থান। চলতি আইপিএলে প্রথম জয়ের ভীতটা গড়ে দিয়েছিলেন রাজস্থানের বোলাররা। দুর্দান্ত বোলিং করেছেন জয়দেব উনাদকাট ও রাজস্থানের বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের স্লো উইকেটে শুরুতে স্লোয়ারে দিল্লির ব্যাটসম্যানদের নাকাল করে ছেড়েছেন উনাদকাট। স্লো উইকেটে বরাবরই ভয়ঙ্কর মোস্তাফিজ উনাদকাটের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিল্লির সর্বনাশ করেছেন।
মোস্তাফিজ-উনাদকাটে ৩৬ রানে চার উইকেট হারিয়েছে দিল্লি। পৃথ্বী শ, শেখর ধাওয়া ও অজিঙ্কা রাহানেকে ফেরান উনাদকাট। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে মার্নাস স্টয়নিসকে স্লোয়ারে বোকা বানান মোস্তাফিজ। প্রথম ওভারে বাংলাদেশি পেসার রান খরচ করেছেন মাত্র ১টি।
চার ওভারে তার বোলিং পরিসংখ্যান ২৯ রান খরচায় ২ উইকেট। উনাদকাট ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। অধিনায়ক রিশভ পন্তের সংগ্রামে দিল্লির ইনিংস শেষ পর্যন্ত থেমেছে ১৪৭ রানে। পন্ত ৩২ বলে ৫১ রান করেছেন।
পরে ১৪৭ রানের জবাব দিতে নেমে রাজস্থানের ব্যাটসম্যানরা এমনভাবে এগুচ্ছিলেন মনে হচ্ছিল উনাদকাট ও মোস্তাফিজের দুর্দান্ত বোলিং বুঝি বৃথাই যাচ্ছে! ক্রিস ওকস, অভিষ খান ও কাগিসো রাবাদার পেস তোপে ৪২ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে রাজস্থান। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে রানরেটও বেড়ে যাচ্ছিল দলটির। তবে ডেভিড মিলার একপ্রান্ত ধরে দলকে এগিয়ে নিচ্ছিলেন। আরেক দক্ষিণ আফ্রিকান ক্রিস মরিচ শেষ দুই ওভারে ৪টি ছক্কা হাঁকিয়ে মুঠো থেকে বের হতে যাওয়া ম্যাচটাতে রাজস্থানের তিন উইকেটের জয় এনে দিয়েছেন।
মিলার ৪৩ বলে ৭টি চার ২টি ছক্কায় ৬২ রান করেছেন। শেষ দিকে মরিচ ১৮ বলে ৪টি ছক্কায় ৩৬ রান করে অপরাজিত থাকেন। ১৯.৪ ওভারে সাত উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫০ রান তোলে রাজস্থান রয়্যালস।