আসলেন জিতলেন চললেন
১৮ এপ্রিল ২০২১ ১২:২৯
বায়ার্ন মিউনিখের ডাগ আউটের দায়িত্বে এখন একটি বছর পূর্ণ করতে পারেননি হান্সি ফ্লিক। আর মধ্যেই ইতিহাস গড়ে ফেলেছেন এই জার্মান কোচ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সম্ভাব্য সকল শিরোপায় ঘরে তুলে বায়ার্নকে এনে দিয়েছেন হেক্সা। অর্থাৎ এক মৌসুমে সম্ভাব্য সকল শিরোপায় ঘরে তুলেছে বায়ার্ন। তবে দ্বিতীয় মৌসুমে এসেই জানান দিলেন বায়ার্নের দায়িত্ব ছাড়ছেন মৌসুম শেষেই।
ধারণা করা হচ্ছে বায়ার্নের কর্তৃপক্ষের সঙ্গে ট্রান্সফার পলিসি নিয়ে বনিবনা না হওয়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ফ্লিক বলে জানা গেছে। ভলফসবুর্গের মাঠে শনিবার লিগ ম্যাচে ৩-২ গোলে জিতেছে বায়ার্ন। টানা নবম শিরোপার লক্ষ্যে থাকা দলটি ২৯ রাউন্ড শেষে ২১ জয় ও পাঁচ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৭ পয়েন্টে পিছিয়ে দুইয়ে লাইপজিগ। এই ম্যাচের পরই নিজের ভবিষ্যৎ ভাবনা জানান ফ্লিক।
‘এ সপ্তাহে ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছি যে মৌসুম শেষে আমি চুক্তির ইতি টানতে চাই। আজ দলকেও তাই বললাম।’
এদিকে আসন্ন ইউরো শেষে জার্মান জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন বিশ্বকাপজয়ী কোচ জোয়াকিম লো। গুঞ্জন উঠেছে বায়ার্নের দায়িত্ব ছেড়ে ফ্লিক জার্মান জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন। আর দুইয়ে দুইয়ে চার মেলালে বিষয়টা পরিস্কারই হয়ে যায়।
২০১৪ সালে জোয়াকিম লোর সহকারী হিসেবে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিলেন ফ্লিক। এরপর ২০১৯ সালের নভেম্বর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বায়ার্নের দায়িত্ব নেন। পরের মাসেই তার সঙ্গে স্থায়ী চুক্তি করে বাভারিয়ানরা।
ফ্লিকের হাত ধরে ২০১৯-২০ মৌসুমে ইতিহাস লেখে দলটি। বার্সেলোনার পর দ্বিতীয় দল হিসেবে বছরে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ছয় শিরোপার সবগুলোই ঘরে তোলে তারা। ২০০৯ সালে পেপ গার্দিওলার কোচিংয়ে এই কীর্তি গড়েছিল কাতালান দলটি।
কয়েক মাস ধরে বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামদিজিচের সঙ্গে টানাপোড়েন চলছিল ফ্লিকের। গণমাধ্যমের খবর, খেলোয়াড় কেনা-বেচায় নিজের ইচ্ছার আরেকটু বেশি প্রতিফলন চাচ্ছিলেন কোচ। তবে এ বিষয়ে কিছু বলেননি ৫৬ বছর বয়সী ফ্লিক।
ফ্লিক বলেন, ‘ক্লাবের দায়িত্বশীল লোকদের সঙ্গে অভ্যন্তরীণভাবে কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম আমি। আর সেগুলো ভেতরেই থাকবে।’
ফ্লিকের সঙ্গে বায়ার্নের চুক্তির মেয়াদ ২০২৩ সালের জুন পর্যন্ত। চলতি সপ্তাহের শুরুর দিকে ক্লাব সভাপতি হের্বার্ট হেইনার নিশ্চিত করে বলেছিলেন, চুক্তির শেষ পর্যন্ত অবশ্যই থাকছেন ফ্লিক। তবে ভলসবুর্গের বিপক্ষের ম্যাচ শেষে ফ্লিকের কথা সোজা সাপটা তিনি মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন। তবে এখনই কোথায় যাচ্ছেন তা নিশ্চিত করেননি এই জার্মান কোচ।
তিনি বলেন, ‘ভবিষ্যৎ আসলেই পরিষ্কার নয়। এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। অবশ্যই জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করা একটা উপায়, যেটা সব কোচই ভাববে। তবে এই দায়িত্ব আরও স্বাধীন। এ সিদ্ধান্ত আমিই নিয়েছিলাম। এখন আমাকে সবকিছু সহ্য করতে হবে। গত কয়েকটি সপ্তাহ সহজ ছিল না। এ কারণেই বিষয়টা ক্লাবকে এবং দলকে বলাটা গুরুত্বপূর্ণ ছিল।’
সারাবাংলা/এসএস
জার্মানির দায়িত্ব নিচ্ছেন ট্রেবলজয়ী কোচ বায়ার্ন ছাড়ছেন বায়ার্ন মিউনিখ কোচ সর্বজয়ী কোচ হান্সি ফ্লিক হেক্সা জয়