Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অলিম্পিক ফুটবলে ব্রাজিলের গ্রুপে জার্মানি


২২ এপ্রিল ২০২১ ১৭:৪৪

মহামারী করোনাভাইরাসকে পাশ কাটিয়ে এবারের অলিম্পিক গেমস হবে কিনা সেই শঙ্কা এখনো কাটেনি। তবে নিজেদের কাজটা ঠিকই গুটিয়ে রাখছে অলিম্পিক কর্তৃপক্ষ। ফুটবল ইভেন্টের জন্য গ্রুপ নির্ধারণ করা হয়েছে। গ্রুপিংয়ে গত অলিম্পিকের দুই ফাইনালিস্ট ব্রাজিল ও জার্মানি এক সঙ্গে পড়েছে। অন্য দিকে আর্জেন্টিনা পেড়েছে স্পেনের গ্রুপে।

সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে ২০২০ অলিম্পিক ফুটবলের ড্র। আগের মতো এবারও চারটি গ্রুপে অংশ নিবে মোট ১৬টি দল।

বিজ্ঞাপন

গ্রুপ ‘ডি’তে ব্রাজিল ও জার্মানির সঙ্গে পড়েছে আইভরি কোস্ট ও সৌদি আরব। ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা ও স্পেনের সঙ্গী মিশর ও অস্ট্রেলিয়া। ‘এ’ গ্রুপে স্বাগতিক জাপানের সঙ্গে আছে ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। ‘বি’ গ্রুপে দক্ষিণ কোরিয়া, রোমানিয়া, নিউজিল্যান্ডে সঙ্গী হন্ডুরাস।

উল্লেখ্য, জাপানে অলিম্পিক অনুষ্ঠিত হয়ে যাওয়ার কথা ছিল গত বছর। কিন্তু করোনাভাইরাস সেটা হতে দেয়নি। করোনার কারণে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরটি। করোনা পিছিয়ে দেওয়া সময়েও অলিম্পিক হতে দিবে কিনা তা নিয়ে শঙ্কা অনেকের।

অলিম্পিক গেমস আর্জেন্টিনা জার্মানি ব্রাজিল

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর