Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফুটবল শুরু হচ্ছে ৩০ এপ্রিল


২২ এপ্রিল ২০২১ ১৮:৪৯

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে দেশের অন্যান্য কার্যক্রমের সঙ্গে ফুটবলও বন্ধ হয়ে গিয়েছিল। স্থবির হয়ে থাকা ফুটবলাঙ্গনকে সুখবর দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৩০ এপ্রিল থেকে দেশে ফের ফুটবল শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব শুরু হবে ওই দিন থেকে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটি এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতে দেশে লকডাউন ঘোষণার পরই বন্ধ হয়ে যায় সব ধরনের ফুটবল টুর্নামেন্ট। বলা হয়েছিল, যতো দ্রুত সম্ভব আবারও মাঠে ফেরানো হবে খেলা। ভাইরাসটির চলমান পরিস্থিতির কারণে লকডাউনের সময়কাল বাড়ানো হয়েছে ২৮ এপ্রিল পর্যন্ত। সে হিসেবে লকডাউন শেষ হওয়ার দুদিনের মধ্যেই মাঠে ফুটবল ফেরানো সিদ্ধান্ত নিল বাফুফে।

করোনাভাইরাস বাফুফে বাংলাদেশ প্রিমিয়ার লিগ

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর