বৃষ্টি শেষে দ্বিতীয় টেস্টের খেলা শুরু
৩০ এপ্রিল ২০২১ ১৬:২৩
পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ছুটতে থাকা শ্রীলংকার লাগাম টেনে ধরেছেন বাংলাদেশি পেসার পেসার তাসকিন আহমেদ। এর মধ্যে বৃষ্টি খানিকটা বাঁধাগ্রস্ত করল। বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। তবে বৃষ্টি শেষে আবারও শুরু হয়েছে মাঠের লড়াই।
প্রথম দিনে মাত্র একটা উইকেট হারানো শ্রীলংকা দ্বিতীয় দিনের প্রথম দুই সেশনে হারায় ৫ উইকেট। ৬ উইকেটে ৪২৫ রান নিয়ে দ্বিতীয় দিনের চা বিরতিতে যায় শ্রীলঙ্কা। চা বিরতি শেষে বল মাঠে গড়াতে পেরেছে মাত্র ৩ ওভার। তারপরই অঝোড় বর্ষণ শুরু করে ক্যান্ডির আকাশ। বৃষ্টিতে খেলা বন্ধ ছিল বেশ কিছুক্ষণ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৬ উইকেটে ৪৪৮। ৫৩ রানে অপরাজিত আছেন নিরোশান ডিকওয়েলা। তার সঙ্গে ১২ রানে ব্যাট করছেন রমেশ মেন্ডিস।
উল্লেখ্য, বৃষ্টির কারণে একই মাঠে অনুষ্ঠিত হওয়া প্রথম টেস্টের খেলাও বিঘ্নিত হয়েছিল। প্রথম টেস্টে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছিল অনেকবার।