মোহামেডানের নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেয়ার পরই ক্লাবটির হারানো গৌরব ফিরিয়ে আনতে দৃঢ় সংকল্প মাসুদুজ্জামানকে চেয়ারম্যান করে মোহামেডানের ক্রিকেট কমিটির দয়িত্ব আগেই দেয়া হয়েছে। ১৮ জনকে নিয়ে গঠন করা হয়েছে ক্রিকেট কমিটি। শুধু তাই নয়, একই সাথে করা হয়েছে শক্তিশালী উপদেষ্টা ও টেকনিক্যাল কমিটি। উপদেস্টা কমিটি ৬ সদস্যের। টেকনিক্যাল কমিটির সদস্য সংখ্যা ৫। উপদেষ্টা কমিটিতে আছেন বিশিষ্ট ব্যবসায়ীরা। টেকনিক্যাল কমিটির সবাই সাবেক ক্রিকেটার।
বিজেএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানসহ উপদেষ্টা কমিটির অন্যরা হলেন বিসিবির তিন ডাকসাইটে পরিচালক মাহবুবুল আনাম, হানিফ ভুইয়া ও শওকত আজিজ রাসেল, সাবেক পরিচালক কবির ভুইয়া এবং মিজানুর রহমান (সিনিয়র)। টেকনিক্যাল কমিটিতে আছেন আজহার হোসেন শান্টু, মিনহাজুল আবেদীন নান্নু, নাসির আহমেদ নাসু, হাবিবুল বাশার সুমন ও মোহাম্মদ শিপন। ফুটবল কমিটির দয়িত্ব দেয়া হয়েছে প্রকৌশলী গোলাম মেহাম্মদ আলমগীরকে। পেশাদার লিগের মাঝপথে দায়িত্ব নেয়াতে ফুটবলে এবার শিরোপার আশা বাদ দেয়া হয়েছে। কারণ কমিটি দায়িত্ব নেয়ার আগেই শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ে মোহামেডান। ফুটবলে যতোটা সম্ভব পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থাকা।
এদিকে প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ শুরু হবে ৩১ মে। ৫০ ওভারের পরিবর্তে হবে ২০ ওভারে। শিরোপায় চোখ মোহামেডানের। এবারই জিততে চান শিরোপা। সে রকমটিই জানালেন ক্লাবটির ক্রিকেট কমিটির চেয়ারম্যান মডেল গ্রুপের ব্যবস্থাপনা পচিরালক মাসুদুজ্জামান।
তিনি বলেন, ‘আমরা মোহামেডানের হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই। জিততে চাই শিরোপা। সেই শিরোপা আমরা এ বছরই জিততে চাই। এ জন্য আমাদের নতুন কমিটির পক্ষ থেকে যা যা করার তার সব করা হবে। আমরা খুব ভালো একটা ক্রিকেট কমিটি গঠন করেছি। পাশাপাশি করা হয়েছে উপদেষ্টা কমিটি। এ ছাড়া টেকনিক্যাল বিষয় দেখার জন্য সাবেক ক্রিকেটারদের নিয়ে করা হয়েছে সেই কমিটি। আশা করি অনেক বছর পর আমরা এবার সমর্থকদের শিরোপা উপহার দিতে
পারবো।’