Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ানডে সিরিজে গিবসনকে পাচ্ছেন না মোস্তাফিজ-তাসকিনরা


৫ মে ২০২১ ১৪:৫৬ | আপডেট: ৫ মে ২০২১ ১৬:১৭

শ্রীলংকা সফর শেষে কর্মস্থল বাংলাদেশে ফেরেননি জাতীয় দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন। পরিবারের সান্নিধ্যে দিন কয়েক কাটাতে সেখান থেকেই ইংল্যান্ডের বিমান ধরেছেন তিনি। ছুটি কাটিয়ে যখন ফিরবেন তখন বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজটি শেষ হয়ে যাবে।

ফলে বলার অপেক্ষাই থাকছে না, চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে ঘরের মাটিতে লংকানদের বিপক্ষে অনুষ্ঠেয় তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে তাক পাচ্ছেন না স্বাগতিক দলের পেসাররা। তাহলে উপায়? সেটাও ইতোমধ্যেই ঠিক করেছেন টাইগার ক্রিকেট প্রশাসনের নীতি নির্ধারকেরা। ক্যারিবিয় ওটিসের বদলি হিসেবে মোস্তাফিজ-তাসনকিনদের দায়িত্ব পালন করবেন স্থানীয় কোন কোচ।

বিজ্ঞাপন

বুধবার (৫ মে) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।

তিনি জানিয়েছেন, ‘ওটিস গিবসন আমাদের সঙ্গে এই সিরিজে থাকছে না। সিরিজ শেষে যোগ দিবে। তার পরিবর্তে আমাদের স্থানীয় কোন কোচ দায়িত্ব পালন করবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের দেওয়া তথ্যমতে, চলতি মাসের ২০-৩০ তারিখের মধ্যে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়ানোর কথা রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের ওয়ানডে।

ওটিস গিবসন টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর