Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল আয়োজনের সিদ্ধান্ত ভুল ছিল না: সৌরভ


৬ মে ২০২১ ১৬:২০

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে পুরো ভারত যখন দিশেহারা তখন আইপিএল কেন? এমন প্রশ্ন উঠছিল অনেক আগ থেকে। বেশ কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার কারণে দুদিন আগে টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে সমালোচনা থামেনি। আইপিএল আরও আগে বন্ধ করে দেওয়া হলো না কেন এমন প্রশ্ন তুলছেন অনেকে। ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলাও হয়েছে। তবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি আগের মতো এখনও তার কথায় অনড়। বলছেন, আইপিএল আয়োজনের সিদ্ধান্ত ভুল ছিল না।

বিজ্ঞাপন

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘আমরা যখন (আইপিএল শুরুর) সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আক্রান্তের সংখ্যা এখনকার কাছাকাছিও ছিল না। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আমরা সফলভাবে আয়োজন করতে পেরেছিলাম। ভারতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত ভুল ছিল না।’

মাস ছয়ের আগেই সংযুক্ত আরব আমিরাতে সফলভাবে আয়োজিত হয়েছিল আইপিএলের আগের আসর। তাহলে কেন ঝুঁকির মধ্যে টুর্নামেন্টটি ভারতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলো? এমন প্রশ্নে সৌরভের উত্তর, ‘(আরব আমিরাতে আয়োজন নিয়ে) আমরা আলোচনা করেছিলাম। কিন্তু ফেব্রুয়ারিতে ভারতের কোভিড পরিস্থিতি তেমন কিছু ছিল না। গত তিন সপ্তাহে এই হার আকাশ ছুঁয়েছে, এর আগে কিছুই ছিল না। আরব আমিরাতে করা নিয়ে আলোচনা হয়েছিল আমাদের, কোভিড পরিস্থিতি বিবেচনায় পরে ভারতেই করার সিদ্ধান্ত নেই আমরা।’

ভারতের করোনা পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যেতে থাকলেও আইপিএল কর্তৃপক্ষ বারবার বলে আসছিল, জৈব সুরক্ষা বলয়ে শতভাগ সুরক্ষিত আছেন ক্রিকেটাররা। তাহলে ক্রিকেটাররা কিভাবে করোনায় আক্রান্ত হলেন? সুরক্ষা বলয় কি শতভাগ সুরক্ষিত ছিল না?

সৌরভ বলেন, ‘আমার তা মোটেও মনে হয় না (সুরক্ষা বলয়ে ফাঁক ছিল)। আমরা যতদূর জানতে পেরেছি, সুরক্ষা-বলয় ভাঙার কোনো ঘটনা ঘটেনি। কীভাবে এতজন আক্রান্ত হলো, বলা কঠিন। পাশাপাশি, এই দেশে কীভাবে এত এত লোক আক্রান্ত হচ্ছে, সেটাও বলা কঠিন।’

শোনা যাচ্ছে আগামী সেপ্টেম্বরে যুক্তরাজ্য বা আরব আমিরাতে আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হতে পারে। যখনই হোক সেটা যে সহজ হবে না তা স্বীকার করলেন সৌরভও। বলেছেন, ‘আমাদের মৌসুম আঁটসাঁট। তাছাড়াও বিভিন্ন দেশের ক্রিকেটারদের জাতীয় দলের জন্য ছেড়ে দিতে হয়ে। পুনরায় সূচি করা কঠিন।’

বিজ্ঞাপন

আইপিএল সৌরভ গাঙ্গুলি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর