Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা নেগেটিভ টাইগাররা, বাধা নেই অনুশীলনে

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২১ ১৪:০০

শ্রীলংকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে নিজ নিজ বাড়িতেই কোয়ারেনটাইন করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর লংকা থেকে ফেরা ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষাও করা হয় যাতে করে যতদ্রুত সম্ভব অনুশীলনে ফিরতে পারেন তারা। তাতে মিলেছে স্বস্তির ফল, শ্রীলংকা থেকে ফেরা সকল ক্রিকেটারেরই করোনা নেগেটিভ এসেছে।

রোববার (৯ মে) শ্রীলংকা থেকে ফেরা ক্রিকেটারদের করোনা পরীক্ষার জন্য শনিবার (৮ মে) নমুনা সংগ্রহ করা হয়। এরপর রোববার (৯ মে) শ্রীলংকা থেকে ফেরা সকল ক্রিকেটারের ফলাফল নেগেটিভ আসে। সারাবাংলাকে এই খবর নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শ্রীলংকা থেকে ফেরা সকল ক্রিকেটারের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এখন থেকে তাদের অনুশীলনে আইনত আর কোনো বাধা থাকবে না।’

দুই টেস্টের সিরিজ খেলে গত মঙ্গলবার ভাড়া করা বিমানে দেশে ফিরে আসে বাংলাদেশ দল। দেশের করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিমানবন্দর থেকেই তাদের হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়। প্রাথমিকভাবে ১৪ দিন হোম কোয়ারেনটাইনের কথা থাকলেও শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ সামনে রেখে ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ দিতে কোয়ারেনটাইন শিথিলের আবেদন করেছিল বিসিবি। করোনা পরীক্ষার শর্তে তাতে সায় দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানেডে’র সূচি ইতোমধ্যেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সূচি মোতাবেক সিরিজ খেলতে ১৬ মে ঢাকায় পা রাখবে অতিথি শ্রীলংকান ক্রিকেট দল। ১৮ মে পর্যন্ত তিন দিনের কোয়ারেনটাইন শেষে ১৯-২০ মে মিরপুর বিসিবি’র একাডেমি মাঠে সারবে সিরিজপূর্ব প্রস্তুতি। ২১ মে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত হবে সিরিজের প্রকমাত্র প্রস্তুতি ম্যাচ। আর সিরিজ শুরু হবে ২৩ মে থেকে।

বিজ্ঞাপন

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওই দিন গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২৫ মে দ্বিতীয় ও ২৮ মে অনুষ্ঠিত হবে তৃতীয় শেষ ওয়ানডে। প্রতিটি ম্যাচেই দ্বিবা-রাত্রির।

সারাবাংলা/এমআরএফ/এসএস

ক্রিকেটাররা করোনা নেগেটিভ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর