Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমার-আলভেসকে নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দল


১৫ মে ২০২১ ১৩:০০

আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষের ওই দুই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছেন ব্রাজিলি কোচ তিতে। দলে আছেন নেইমার। ফিরেছেন ৩৮ পেরুনো অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেস।

মহামারী করোনাভাইরাসের কারণে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই থেমে ছিল গত নভেম্বর থেকে। পরিস্থিতি উন্নতি হলে আবারও ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৪ জুন ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে খেলবে ব্রাজিল। চার দিন পর প্যারাগুয়ের মাঠে খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

ইনজুরির কারণে ব্রাজিলের সর্বশেষ দুই ম্যাচের দলে ছিলেন না নেইমার। ফিট থাকায় স্বাভাবিভাবেই দলে ফিরেছেন তিনি। তবে বয়স ৩৮ পেরিয়ে যাওয়া আলভেসকে দলে ডাকা নিয়ে হয়তো প্রশ্ন তুলবেন অনেকেই।

আলভেসকে দলে ডাকার ব্যাখ্যায় ব্রাজিল কোচ তিতে বলেছেন, ‘বর্তমানে সে ভাল ফর্মে। জাতীয় দলের হয়ে তার রেকর্ড ভাল। শারীরিক ও মানসিক দিক থেকে সে ভাল অবস্থায়। সবচেয়ে বড় কথা হলো সে একজন নেতা। তার অভিজ্ঞতা আমাদের দলকে শক্তি যোগাবে।’

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে সবকটিতে জেতা ব্রাজিলের পয়েন্ট ১২, টেবিলের শীর্ষে আছে তারা। ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা।

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি)।

ডিফেন্ডার: দানি আলভেস (সাও পাওলো), দানিলো (জুভেন্টাস), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি (আতলেতিকো মাদ্রিদ), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কিনিয়োস (পিএসজি)।

বিজ্ঞাপন

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (অলিম্পিক লিওঁ), ডগলাস লুইস (অ্যাস্টন ভিলা), এভেরটন রিবেইরো (ফ্লামেঙ্গো)।

ফরোয়ার্ড: এভেরটন (বেনফিকা), রবের্তো ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রিশার্লিসন (এভারটন)

দানি আলভেস নেইমার বিশ্বকাপ বাছাইপর্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর