Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুভেন্টাস ছাড়ার ইঙ্গিত রোনালদোর

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২১ ১২:২১

টানা ৯ বছর ইতালিয়ান সিরি আ জয়ের পর ২০২০/২১ মৌসুমে শিরোপা হাতছাড়া হয়েছে জুভেন্টাসের। আর সমর্থকদের একাংশ দীর্ঘ সময় পর শিরোপা হাতছাড়ার জন্য দায় চাপিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর। তবে চলতি মৌসুমেও জুভেন্টাসের হয়ে সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোই। মৌসুম শেষে রোনালদো তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দীর্ঘ এক পোস্টে লিখেছেন, ইতালিতে তার যে লক্ষ্য ছিল তা তিনি পূরণ করতে পেরেছেন।

বিজ্ঞাপন

মৌসুম শেষের আগেই ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস ছাড়ছেন এমন গুঞ্জনে ছেয়ে যায় ইউরোপিয়ান গণমাধ্যমে। যদিও জুভেন্টসের সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন রোনালদো। তবুও এর মধ্যে রিয়াল মাদ্রিদ, প্যারিস সেইন্ট জার্মেই এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো জায়ান্টদের সঙ্গে জড়িয়ে রটেছে গুঞ্জন।

এবার ক্রিস্টিয়ানো রোনালদো যখন জানিয়ে দিলেন ইতালিতে তার যে লক্ষ্য ছিল তা পূরণ হয়েছে তাতে বেশ স্পষ্টতই যে তিনি হয়তো ছাড়তে যাচ্ছেন জুভেন্টাস।

রোনালদো তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে দীর্ঘ এক পোস্টে নানান কিছু লিখেছেন। তিনি বলেন, ‘প্রত্যেক বছর আমরা দুর্দান্ত সব দলের বিপক্ষে খেলতে নামি, আমাদের লক্ষ্য থাকে নিজেদের সেরাটা দিয়ে সবকিছু অর্জন করার। আমরা এবছর সিরি আ জিততে পারিনি, ইন্টার মিলানকে আমার শুভেচ্ছা রইল তাদের দুর্দান্ত মৌসুমের জন্য। তবে জুভেন্টাসের সঙ্গে আমরা এবছর যাকিছু জিতেছে, অর্জন করেছি সেগুলোকেও সম্মান জানাতে হবে। ইতালিয়ান সুপার কাপ এবং ইতালিয়ান কাপ আমরা জয় করেছি। এছাড়া ব্যক্তিগতভাবে আমি সিরি আ’র সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছি। এবং বিশ্বের অন্যতম সেরা দলের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছি।’

‘এমন সব অর্জনের মধ্য আমাকে বলতেই হচ্ছে যে ইতালিতে আমি যে লক্ষ্য নিয়ে এসেছিলাম তা পূরণ হয়েছে। লক্ষ্য ছিল সিরি আ, সুপার কাপ এবং ইতালিয়ান কাপ জয় করা এবং একই সঙ্গে জুভেন্টাসের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হওয়ারও। আমি আগেও বলেছি যে আমি রেকর্ডের পিছু ছুটি না, রেকর্ডই আমার পিছু ছুটে।’-বলেন রোনালদো।
ইতোমধ্যেই রোনালদো নতুন এক রেকর্ডে নামও লিখিয়েছেন সিরি আ’র সর্বোচ্চ গোলদাতার খেতাব জয় করে। ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ইংল্যান্ড, স্পেন এবং ইতালিতে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন রোনালদো।

বিজ্ঞাপন

এ ব্যাপারে রোনালদো বলেন, ‘আমি এই ব্যাপারে অনেক গর্ববোধ করছি যে, ইংল্যান্ড, স্পেন এবং ইতালিতে আমি চ্যাম্পিয়ন হয়েছে, কাপ জিতেছি এবং তিন দেশেই সুপারও জিতেছি। সেই সঙ্গে সবকটি লিগেই সেরা খেলোয়াড় হয়েছি এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছি। তিন লিগেই একশর অধিক গোলও রয়েছে আমার। তবে এতকিছুর পরেও আমার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে সমর্থকদের আনন্দ দিতে পেরেছি। আর একারণেই আমি কঠোর পরিশ্রম করি। এবং আমি আমার শেষ দিন পর্যন্ত এই জন্যই পরিশ্রম করে যাবো। সবাইকে অনেক ধন্যবাদ যারা এই সময়ে আমার সঙ্গেই ছিলেন।’

সারাবাংলা/এসএস

ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর