জিম্বাবুয়ে সফরে টেস্ট কমলেও বাড়ছে টি-টোয়েন্টি
২৫ মে ২০২১ ১৯:৪৭
প্রাথমিক আলোচনায় জিম্বাবুয়ে সফরে স্বাগতিকদের বিপক্ষে অতিথি বাংলাদেশ দলের দুটি টেস্ট ম্যাচ খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। জুনে অনুষ্ঠেয় এই সিরিজে দুই টেস্টের বদলে একটি টেস্ট খেলবে দু্ই দল। তবে সিরিজে টি-টোয়েন্টির সংখ্যা বাড়ছে। আগে যেখানে দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল, তা বাড়িয়ে তিনে উন্নীত করা হয়েছে। আর ওয়ানডে ম্যাচের সংখ্যা অপরিবর্তিতই থাকছে (৩টি)।
টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বাড়ানো হয়েছে মূলত চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড টি-টোয়েন্টির কথা মাথায় রেখে।
মঙ্গলবার (২৫ মে) হোম অব ক্রিকেট মিরপুরে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের ইনিংস বিরতিতে সাংবাদিকদের একথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
তিনি বলেন, ‘যেহেতু আমরা জুনের মাঝামাঝি যাচ্ছি আমরা একটা জিনিস করেছি, দুইটা টেস্ট ছিল। আমরা একটা টেস্ট কমিয়ে একটা টি-টোয়েন্টি বাড়িয়েছি। যেহেতু আমাদের বিশ্বকাপ আছে এবং টি-টোয়েন্টি অনেকগুলো খেলা আছে। কোয়ারেন্টাইন আমি যতদূর জানি, বেশি কঠিন না।’
বিশ্বকাপের ঠিক আগ মুহুর্তে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি খেলতে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। ভাল খবর হল, ওই সিরিজেও ম্যাচের সংখ্যা বাড়ছে বলে জানালেন আকরাম।
‘আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের তিনটি টি-টোয়েন্টি ছিল, সেটা পাঁচটা করতে চেয়েছি এবং ওরা রাজি হয়েছে।’