Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ জামালকে হারাতে পারেনি জাতীয় দল


২৭ মে ২০২১ ২১:৫৫

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতারের বিমান ধরার আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জামাল ভূইয়াদের প্রস্তুতি কেমন হলো তা পরখ করতেই মূলত এই আয়োজন। ম্যাচে শেখ জামালকে হারাতে পারেনি জাতীয় দল। প্রস্তুতি ম্যাচটি ২-২ ব্যবধানে ড্র হয়েছে।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের আগে প্রস্তুতি ম্যাচের আবদার করেছিলেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। খেলোয়াড়দের পক্ষ থেকেও এমন চাওয়া ছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সেই উদ্যোগ নিয়েছিলও। বাছাই পর্বের আগে সৌদি আরবে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার ছিল জামালদের। কিন্তু কোয়ারেন্টাইন জটিলতার কারণে শেষ মুহূর্তে ভেস্তে যায় সেই আয়োজন।

বিজ্ঞাপন

সৌদি সফর বাতিল হওয়ার কারণে দেশেই একটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়। আজ (২৭ মে) সেই ম্যাচের ফলাফলে জাতীয় দলের ফুটবলারদের প্রস্তুতির ঘাটতে ফুটে উঠল পরিস্কারভাবে।

একটা সময় দুই গোলে পিছিয়ে পড়ে জাতীয় দল। পরে দুই গোল করে হার এড়াতে পেরেছে জামাল ভূইয়ারা। ৪১ মিনিটে সুলাইমান সিলাহর গোলে এগিয়ে যায় শেখ জামাল। ৫৯ মিনিটে আত্মঘাতি গোলে ব্যবধান ২-০ হয়। ৬৫ মিনিটে জাতীয় দলের হয়ে গোল করে ব্যবধান ২-১ করেন ইয়াসিন। ৬৮ মিনিটে সমতায় ফেরান মেহেদি হাসান। এরপর বেশ কিছু সময় থাকলেও গোল আদায় করতে পারেনি জাতীয় দল।

এদিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল (২৮ মে) সকাল ১১টায় কাতারগামী বিমানে উঠে বসবেন ফুটবলার এবং কোচিং স্টাফের সদস্যরা। কাতার পৌঁছার পর করোনা পরীক্ষা দিতে হবে সবাইকে। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট নেগেটিভ এলে পরের দিন থেকে অনুশীলনে নেমে পড়তে পারবেন ফুটবলাররা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। ৭ জুন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, ১৫ জুন ওমানের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলে দেশে ফিরবেন জামাল-তপুরা।

বাফুফে বাংলাদেশ ফুটবল দল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই শেখ জামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর