Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি টোয়েন্টি সিরিজ থেকে ছুটি চেয়েছেন মুশফিক

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুন ২০২১ ১৮:২২

আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি চেয়েছেন মুশফিকুর রহিম। সফরে টেস্ট ও ওয়ানডে খেললেও সংক্ষিপ্ততম এই সংস্করণে ছুটিতে থাকার অভিপ্রায় জানিয়েছেন লাল সবুজের সবচেয়ে ধারাবাহিক এই ব্যাটার।

তবে তাঁর ছুটি মঞ্জুর হওয়া না হওয়া নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের উপরে।

সোমবার (৭ জুন) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, ‘মুশফিক ছুটি চেয়েছে। এটা ও অফিসিয়ালি ক্রিকেট অপারেশন্সকে বলবে এরপর ওরা যা সিদ্ধান্ত দেওয়ার দিবে। মুশফিক টেস্ট ও ওয়ানডে খেলবে। ও একটি ব্রেক চাইছে। ঠিক আছে। চাইতেই পারে। টানা খেলে হয়তো ক্লান্ত।’

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসের ২৯ তারিখে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজ শুরু হবে ৭ জুলাই। সিরিজে টাইগারদের ১টি টেস্ট, তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।

সারাবাংলা/এমআরএফ/এসএস

ছুটি চেয়েছেন মুশফিক টপ নিউজ টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

বিকেলে বিএনপির যৌথ সভা
২২ এপ্রিল ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর