সরাসরি এশিয়ান কাপ বাছাইপর্বে খেলবে বাংলাদেশ
১৬ জুন ২০২১ ১৭:৩০
২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ চীন এশিয়া কাপের প্রাক বাছাই পর্বের তলানিতে থেকেও বড় একটা সুখবর পেল বাংলাদেশ। সরাসরি এশিয়া কাপের মূল বাছাইপর্বে খেলার সুযোগ পেয়ে গেল জামাল ভূঁইয়ার দল।
করোনাভাইরাসের সময়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নিয়ম পরিবর্তনে ভাগ্য খুলল বাংলাদেশের। এএফসির আগের ফরম্যাট অনুযায়ী আট গ্রুপের চতুর্থ স্থানে থাকা আট দলের মধ্যে নিচের চার দল এবং পঞ্চম হওয়া আট দল; মোট মোট ১২ দলের প্লে-অফ অনুষ্ঠিত হতো। এই নিয়মে বাংলাদেশকে খেলতে হতো প্লে-অফ।
কিন্তু এএফসির বুধবারের (১৬ জুন) সিদ্ধান্তে জানায়, তলানিতে থাকা দলগুলোর মধ্যে সবার নিচে থাকা চার দলকে প্লে-অফ খেলতে হবে। ফলে পঞ্চম স্থানে থাকা দলগুলো সরাসরি বাছাই পর্ব খেলার সুযোগ পাচ্ছে।
বাছাই পর্বে নিজেদের আট ম্যাচ ম্যাচের ছয়টিতে হেরে বাকি দুটিতে ড্র করেছে বাংলাদেশ। গত বছর ভারতের বিপক্ষে ড্র করার পর কদিন আগে আফগানিস্তানের বিপক্ষেও ড্র করে লাল-সবুজের দল। এই ড্র’টাই মূলত সরাসরি বাছাই পর্বে উঠতে সহায়তা করেছে বাংলাদেশকে।
করোনাভাইরাসের কারণে বাছাই পর্বের দ্বিতীয় ধাপের ৪০ দলের মধ্যে উত্তর কোরিয়া আগেই নাম প্রত্যাহার করে নিয়েছে। ফলে আট গ্রুপ মিলিয়ে এখন দল সংখ্যা ৩৯।
সবকিছু ঠিক থাকলে চীনে এশিয়ান কাপ শুরু হওয়ার কথা ২০২৩ সালের জুনের ১৬ তারিখে। শেষ হওয়ার কথা ১৬ জুলাই।
সরাসরি এশিয়ান কাপ খেলবে যে ১৩টি দেশ
সিরিয়া, অস্ট্রেলিয়া, ইরান, সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, চীন, ইরাক, ভিয়েতনাম, লেবানন, কাতার ।
সরাসরি এশিয়ান কাপের বাছাইপর্বে সুযোগ পাওয়া ২২টি দেশ
তাজিকিস্তান, উজবেকিস্তান, কুয়েত, বাহরাইন, তুর্কমিনিস্তান, জর্ডান, প্যালেস্টাইন, মালয়েশিয়া, ফিলিপাইন, কিরগিজস্তান, ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মঙ্গোলিয়া, আফগানিস্তান, হংকং, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার, ইয়েমেন, বাংলাদেশ
প্লে অফ খেলে বাছাইপর্বে যেতে হবে যে ৪টি দেশকে
ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, চীনা তাইপে, গুয়াম