নাইমের ব্যাটে আবাহনীর অষ্টম জয়
১৭ জুন ২০২১ ১৯:১৭
কার্টেল ওভারে বড় লক্ষ্যের জবাব দিতে নেমে বিপদে পড়ে যায় আবাহনী লিমিডেট। জিততে শেষ তিন ওভারে ওভারপ্রতি রান লাগত প্রায় ১৩ করে। স্বীকৃত ব্যাটারদের মধ্যে অপরাজিত ছিলেন কেবল নাইম শেখ ও মোহাম্মদ সাইফুদ্দিন। এই দুজনই আবাহনীকে জেতানোর দায়িত্বটা নিলেন, যার নেতৃত্ব দিলেন নাইম। তরুণ ব্যাটারের ব্যাটে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ অষ্টম জয় পেয়েছে আবাহনী।
বৃহস্পতিবার (১৭ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে আবাহনী। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১৮ ওভারে। যাতে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে রূপগঞ্জ। ৪২ বলে সর্বোচ্চ ৫২ রান করেন দলটির ওপেনার জাকের আলি। নিষেধাজ্ঞার কবলে পড়া সাব্বির রহমান দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন। আবাহনীর হয়ে মেহেদি হাসান রানা ৩৭ রানে তিনটি ও মোহাম্মদ সাইফউদ্দিন ৩৬ রানে দুই উইকেট নিয়েছেন।
পরে জবাব দিতে নেমে মোহামেডান দারুণ শুরু পেলেও দলটির ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। যাতে শেষ দিকে চাপে পড়ে যায় দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। নাইম শেখ সেই চাপ কাটিয়ে তুলেছেন। ছয় নম্বরে ব্যাটিং করতে নেমে শেষ দিকে ১৯ বলে ২টি করে চার ছয়ে ৩৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। সাইফুদ্দিন অপরাজিত ছিলেন ১১ বলে ১৪ রান করে। এছাড়া নামজুল হাসান শান্ত ২৯, মুনিম শাহরিয়ার ২২ ও মুশফিকুর রহিম ২০ রান করেন। ১৭.৪ ওভারে জয়ের জন্য ১৬৪ রান তুলে ফেলে আবাহনী।
লিগে দিনের অপর ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সংঘকে পাঁচ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে দশ ওভারে। প্রথমে ব্যাটিং করে পাঁচ উইকেট হারিয়ে ৬৫ রান তোলে খেলাঘর। ২৫ বলে সর্বোচ্চ ৩১ করে শাহরিয়ার কমল। পরে ৯.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য ৭৪ রান তুলে ফেলে প্রাইম ব্যাংক। দলটির পক্ষে ১৯ বলে সর্বোচ্চ ৩৯ রান করে ম্যাচ সেরা হয়েছেন রনি তালুকদার।
বৃষ্টির কারণে ওল্ড ডিওএইচএস ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার ম্যাচ দুটি পরিত্যক্ত হয়েছে।