নেইমারের কাছে রেকর্ড হারানোর অপেক্ষায় পেলে
১৮ জুন ২০২১ ১৫:৫৬
ব্রাজিলের জার্সিতে গোলের পর গোল করেই চলেছেন নেইমার। তাতে কিংবদন্তি পেলের রেকর্ড ভাঙার সম্ভবনা আরও উজ্জ্বল হচ্ছে। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলের মালিক পেলে, ৭৭ গোল করেছেন তিনবার বিশ্বকাপ জয়ী কিংবদন্তি। নেইমারের বর্তমান গোলসংখ্যা ৬৮। অর্থাৎ আর মাত্র ৯টি গোল করলেই পেলেকে ধরে ফেলবেন। দশ গোল করতে পারলে পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বনে যাবেন নেইমার।
বয়স এবং ফর্মের হিসেব ধরলে বলতে হচ্ছে, এই রেকর্ড ভাঙা সময়ের ব্যাপার মাত্র। কিংবদন্তি পেলেও মনে করছেন তেমনটি। বলেছেন, নেইমারের কাছে রেকর্ড হারানোর অপেক্ষায় আছেন তিনি।
কিংবদন্তি ফুটবলার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যতবারই আমি এই ছেলেকে (নেইমার) দেখি, সে হাসছে। তার দিকে তাকিয়ে না হেসে থাকা অসম্ভব। এই হাসি সংক্রামক। সকল ব্রাজিলিয়ানের মতো আমিও অনেক খুশি হই, যখন তাকে ফুটবল খেলতে দেখি।’
পেলে লেখেন, ‘আজকে আমার করা ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের দিকে আরও একধাপ এগুলো নেইমার। আমি তার এই রেকর্ডের অপেক্ষায় আছি। ঠিক ততটা আনন্দ নিয়েই, যতটা তাকে প্রথমদিন খেলতে দেখার পর হয়েছিল।’
ব্রাজিলের জার্সিতে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছেন নেইমার। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ চার ম্যাচেই গোল পেলেন ২৯ বছর বয়সী তারকা। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। আজ দ্বিতীয় ম্যাচে পেরুকে হারিয়েছে ৪-০ গোলে। দুই ম্যাচেই ম্যাচ সেরা নির্বাচিত হওয়া নেইমার বল পায়ে জাদুর ঝলক দেখিয়েছেন।
ভেনেজুয়েলার বিপক্ষে নিজে এক গোল করে অন্য দুই গোল করিয়ে নিয়েছেন অন্যজনকে দিয়ে। পেরুর বিপক্ষে দুর্দান্ত এক গোল করার পর অন্য একটা গোল করিয়ে নিয়েছেন। আজ ব্রাজিলের বাকি দুই গোলেও সরাসরি অবদান নেইমারের। জাতীয় দলের জার্সিতে মাঠে যেন ফুল ফুটাচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।
পেরুর বিপক্ষে বড় জয়ের পর নেইমার বলছিলেন, ‘ব্রাজিল দলের ইতিহাসের অংশ হতে পারাটা অবশ্যই আমার জন্য দারুণ সম্মানের। পুরোপুরি সত্যি বলতে, আমার স্বপ্ন ছিল কেবল ব্রাজিলের হয়ে খেলা, এই জার্সি গায়ে চাপানো। কখনও কল্পনাও করতে পারিনি এতটা দূর পৌঁছতে পারব।’