Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে আসছেন না স্মিথরা, বিস্মিত ফিঞ্চ


২০ জুন ২০২১ ১৭:৩৩

সবকিছু ঠিক থাকলে আগস্টের শুরু থেকে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। করোনাভাইরাসকে কারণ দেখিয়ে এই সিরিজের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকা ক্রিকেটাররা। বিষয়টি বিস্মিত করেছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে।

বাংলাদেশে আসার আগে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে অস্ট্রেলিয়া। এই দুই সিরিজের জন্য কদিন আগে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাতে দেখা যাচ্ছে, দলে তারকা বলতে আছেন কেবল অধিনায়ক ফিঞ্চ ও মিচেল স্টার্ক।

বিজ্ঞাপন

সিনিয়র ক্রিকেটারদের সড়ে দাঁড়ানোতে আক্ষেপ প্রকাশ করেছিলেন অস্ট্রেলিয়ার নির্বাচক ট্রেভর হানস। ফিঞ্চ এসইএন ডব্লিউএ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি কিছুটা বিস্মিত হয়েছিলাম। আমি তাদের সবার সঙ্গে কথা বলেছি- আমি কিছুটা বিস্মিত। তবে তাদের এমন সিদ্ধান্ত নেবার কারণ বোধগম্য।’

করোনার কারণে স্থগিত হওয়া আইপিএল মাঠে গড়ানোর কথা সেপ্টেম্বর-অক্টোবরে। অর্ধেক আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা সংযুক্ত আরব আমিরাতে। দেশের হয়ে খেলা থেকে বিরত থাকা স্মিথ-ওয়ার্নাররা কি আইপিএল খেলতে আসবেন? আসলে নিশ্চয় প্রশ্নের মুখোমুখি হতে হবে। ফিঞ্চকে এমন প্রশ্ন করলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন।

এ প্রসঙ্গে অজি দলপতির উত্তর, ‘আমি মনে করি তাদের আইপিএলের ২য় অংশ খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপসহ সামনে খেলার ঠাঁসা সূচি।’

বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জ্যাসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিস্টিয়ান, জশ হ্যাজলউড, মইসিস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপস, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

বিজ্ঞাপন

রিজার্ভ: নাথান ইলিস ও তানভীর সাংঘা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর