দোলেশ্বরকে হারিয়ে শীর্ষে ফিরল আবাহনী
২৩ জুন ২০২১ ২৩:৫৪
মোহাম্মদ সাইফুদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে প্রাইম দোলেশ্বর স্পের্টিং ক্লাবকে বড় সংগ্রহ গড়তে দেয়নি আবাহনী লিমিডেট। পরে দলটির দুই ওপেনার লিটন দাস ও মুনিম শাহরিয়ার ওপেনিংয়ের শুরুটা করলেন দুর্দান্ত। দুই মিলিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ আরেকটা জয় পেয়েছে আবাহনী। বৃষ্টি আইনে দোলেশ্বরকে আজ ৭ উইকেটে হারিয়েছে দলটি।
এই জয়ে আবারও ডিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসল আবাহনী। ১৪ ম্যাচের ১১টিতেই জেতা দলটির পয়েন্ট এখন ২২।
বুধবার (২৩ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নামা দোলেশ্বকে ১৩৫ রানেই আটকে রাখে আবাহনী। দোলেশ্বরের প্রথম তিন ব্যাটারই উইকেটে সেট হতে পেরেছেন, তবে ইনিংস বড় করতে ব্যর্থ সবাই। ৩১ বলে ৩১ করেছেন ইমরানউজ্জমান, ১৪ বলে ২০ করেছেন সাইফ হাসান এবং তিনে নেমে ৪১ বলে ৩২ রান করেছেন ফজলে রাব্বি।
এই তিনজন ফেরার পর বাকিদের মধ্যে দাঁড়াতে পারেননি কেউই। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রানে থামে দোলেশ্বর। আবাহনীর হয়ে চার ওভারে ২৭ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন সাইফউদ্দিন।
পরে বৃষ্টি আইনে আবাহনীর টার্গেট দাঁড়ায় ১৩ ওভারে ৯১ রান। দুই ওপেনার লিটন দাস ও মুনিম শাহরিয়ার দারুণ সূচনা এনে দেন আবাহনীকে। ওপেনিংয়ে ৬৬ রান তোলেন দুজন। পরে দশ রানের ব্যবধানে তিন উইকট হারালেও জিততে কষ্ট করতে হয়নি ঐতিবাহী ক্লাবটিকে।
৭ বল আর ৭ উইকেট হাতে রেখেই জয়ের জন্য ৯৪ রান তুলে ফেলে আবাহনী। মুনিম ৩৪ বল খেলে ৫টি চারের সাহায্যে ৪৪ রান করেন। ২৫ বলে ২৭ করেন লিটন।