Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ সময়ের গোলে জিতল ব্রাজিল


২৪ জুন ২০২১ ০৯:১৩

যে করেই হোক নেইমারকে থামাতে হবে আমাদের- ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে এমনটি বলেছিলেন কলম্বিয়া কোচ রেইনালদো রুয়েদাও। কলম্বিয়ার ফুটবলাররা ম্যাচের শেষভাগ পর্যন্ত এটা পেরেছিলও। তবে শেষ মূহূর্তে ব্রাজিলিয়ান সুপারস্টারকে আর থামাতে পারল না কলম্বিয়া। তার দুর্দান্ত এক কর্নার কিকে কাসেমিরোর মাথা ছুয়ে গোল পেল ব্রাজিল। কোপা আমেরিকায় জয়রথ অব্যাহতই থাকল সেলেকাওদের।

বৃহস্পতিবার (২৪ জুন) কোপা আমেরিকার ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের দশম মিনিটে প্রতিআক্রমণে প্রথমে এগিয়ে গিয়েছিল কলম্বিয়া। পরে ৭৮ মিনিটে বদলি রবার্তো ফিরমিনোর গোলে সমতায় ফেরে ব্রাজিল। যোগ করা সময়ে নেইমারের সেই অসাধারণ কর্নার কিক, এবং গোল।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ফুটবলে অনকদিন ধরেই দুর্দান্ত গতিতে এগুচ্ছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের থামাতে রক্ষণ শক্ত করে প্রতিআক্রমনের ছঁক কষের কলম্বিয়া কোচ। ছন্দে থাকা নেইমারকে ম্যাচের শুরু থেকেই স্বাচ্ছন্দে ফুটবল খেললতে দেয়নি কলম্বিয়া। নেইমার বল পেলেই তাকে ঘিরে ধড়েছেন তিন-চারজন। ফাউল করেছে একের পর এক। এই সূত্র কাজে লেগেছে ম্যাচের শুরুতেই।

দশম মিনিটে প্রতিআক্রমণে গোল পেয়ে যায় কলম্বিয়া। হুয়ান কুয়াদারাদোর ক্রসে বাইসাইকেল কিকে কলম্বিয়াকে ১-০তে এগিয়ে নেন লুইস দিয়াস। বলের দখলে এগিয়ে ছিল ব্রাজিল, কিন্তু জমাট রক্ষণে প্রথমার্ধে স্বাগতিকদের ধারালো কোনো আক্রমণই করতে দেয়নি কলম্বিয়া। ম্যাচের ৪০ মিনিটে রিচার্লিসনের হেড নিয়ন্ত্রণে নেন কলম্বিয়া গোলরক্ষক।

সর্বশেষ নয় ম্যাচের মধ্যে প্রথম পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে ৪-৩-৩ ফরমেশন ভেঙে ৪-৪-২ করেন ব্রাজিল কোচ তিতে। মাঠে নামান ফিরমিনোকে। তাতে আক্রমণের ধার আরও বাড়ে স্বাগতিকদের। কিন্তু কলম্বিয়া রক্ষণ আরও শক্তিশালী করে তোলে।

বিজ্ঞাপন

৫৫ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু কলম্বিয়া গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি তিনি। ৬৬ মিনিটে নেইমারের শট পোস্টে লেগে ফিরে আসে। অবশেষে ৭৮ মিনিটে ফিরমিনোর হেডে সমতায় ফিরে ব্রাজিল। এর আগে নেইমারের শট রেফারির গায়ে লাগলে কলম্বিয়ান ফুটবলাররা খেলা থামিয়ে দেন, কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন।

কলম্বিয়া খেলোয়াড়রা গোল বাতিলের প্রতিবাদ করেন। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে গোলের সিদ্ধান্তে অটল থাকেন রেফারি। এরপর যোগ করা সময়ে নেইমারের দুর্দান্ত এক কর্নার খুঁজে নেয় ফাঁকায় দাঁড়ানো কাসেমিরোকে। হেডে সহজেই বল জালে জড়িয়ে ব্রাজিলকে জয় এনে দেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার।

এ নিয়ে কোপায় তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতল ব্রাজিল। ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আয়োজক দেশটি। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে কলম্বিয়া।

কোপা আমেরিকা নেইমার ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর