Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ মেহেদি প্রলয়ে ডুবল মোহামেডান


২৪ জুন ২০২১ ১৪:৩৯

মোহামেডানের বিপক্ষে জয়ের জন্য গাজী গ্রুপ ক্রিকেটার্সের লক্ষ্যটা মোটেও সহজ ছিল না। ২০ ওভারে ১৬৬, অর্থাৎ ওভার প্রতি রান আটেরও বেশি প্রয়োজন ছিল। কিন্তু শেখ মেহেদি ব্যাট হাতে এমনই প্রলয় তুললেন যা সেই দুর্ভেদ্য লক্ষ্যকেও সহজ করে তুলল। জয়সূচক ১৬৬ রান এল ৭ উইকেটের খরচায়, বল বাকি ছিল ৩টি। শেখ মেহেদি ৫৮ বলে খেলেছেন ৯২ রানের এক প্রলয়ী ইনিংস।

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের সুপার লিগে এটি গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রথম জয়। এই জয়ে ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে টেবিলের চারে উঠে এল মাহমুদউল্লাহ রিয়াদ ও তার দল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুভাগত হোমের অপরাজিত ৫৯ (৩১) ও পারভেজ হোসেন ইমনের ৪১ রানে (৩২) ভর করে ৬ উইকেটের খরচায় ১৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে রকিবুল আতিক, শেখ মেহেদি ও মহিউদ্দিন তারেক ২টি করে উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালোই করেছিলেন গজী গ্রুপ ক্রিকেটার্সের দুই ওপেনার সৌম্য সরকার ও শেখ মেহেদি। কোন ঝক্কি ছাড়াই বিনা উইকেটে স্কোর বোর্ডে ৪০ রান তোলেন। কিন্তু দলের রান ৪১ হতেই প্রথম উইকেটের পতন দেখে দলটি। শুভাগত হোমের বলে ব্যক্তিগত ২২ রানে পা হড়কান সৌম্য সরকার। আর ঠিক তখন থেকেই দলের অশুভ লগ্ন শুরু হয়ে যায়। কেননা এরপর ৭৭ রান তুলতে ৫ উইকেট হারায় কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের শিষ্যরা।

টপ অর্ডারের শাহাদাৎ হোসেন ২, মুমিনুল হক ৮, মাহমুদউল্লাহ ৮, ইয়াসির আলী ১১ ও আরিফুল হক ফেরেন ৫ রানে। তবে ৭ম উইকেটে শেখ মেহেদির সঙ্গে জুটিতে দলকে জয়ের বন্দরে নোঙর করান অধিনায়ক আকবর আলী। ৯ বল থেকে ১১ রানে অপরাজিত থেকেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

বিজ্ঞাপন

মোহামেডানের হয়ে আসিফ হাসান ৩টি, ইয়াসিন আরাফাত মিশু ও শুভাগত হোম ২টি করে উইকেট নিয়েছেন।

ডিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর