Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার লিগে মোহামেডানের প্রথম জয়


২৬ জুন ২০২১ ১৮:০৪

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে অবশেষে জয়ের দেখা পেলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। তরুণ পেসার রুয়েল মিয়া ও স্পিনার ইয়াছিন আরাফাতের দারুণ বোলিংয়ে বৃষ্টি আইনে প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাবকে আজ ২৫ রানে হারিয়েছে দেশের ঐতিহ্যবাহি ক্লাবটি।

শনিবার (২৬ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও ম্যাচের ২.৩ ওভার পরই শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল প্রায় এক ঘণ্টা। পরে ওভার কমিয়ে ম্যাচের দৈর্ঘ্য নিধারণ করা হয় ১৩ ওভার। কার্টেল ওভারের ম্যাচে শুরুতে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ মোহামেডান।

বিজ্ঞাপন

ওপেনার পারভেজ হোসেন ইমন (২১ বলে ২৬ রান) ও শাকিল আহমেদ (১৯ বলে ১৮ রান) বল নষ্ট করেছেন। সুবিধা করতে পারেননি সামছুর রহমান (৯) ও ইরফান শুক্কুরও (৭)। তবে অধিনায়ক শুভাগত হোম চৌধুরী শেষ দিকে ৮ বলে ২টি করে চার-ছয়ে ২৩ রান করে মোহামেডানকে একশর ওপারে নিয়েছেন।

১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান তোলে মোহামেডান। দোলেশ্বরের হয়ে ১৩ রানে দুই উইকেট নিয়েছেন এনামুল হক জুনিয়র।

জবাব দিতে নেমে রুয়েল মিয়ার পেস তোপে ১১.৪ ওভারে ৮১ রানে গুটিয়ে গেছে দোলেশ্বর। ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির হয়ে দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল ইমরানুজ্জামান (১৫), সাইফ হাসান (১১) ও ফজলে মাহমুদ রাব্বি (১৬)।

রুয়েল মিয়া ২.৪ ওভার বোলিং করে ২১ রান খরচায় নিয়েছেন পাঁচ উইকেট। ৩ ওভারে ১১ রানে তিন উইকেট নিয়েছেন ইয়াছিন আরাফাত।

ঢাকা প্রিমিয়ার লিগ মোহামেডান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর