Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোপা আমেরিকার কোয়ার্টারে কে কার মুখোমুখি?


২৯ জুন ২০২১ ১০:১৪

শেষ হয়েছে কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা। ফলে চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টটির কোয়ার্টার ফাইনালের লাইনআপ। কোয়ার্টারে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে চিলির, আর লিওনেল মেসির আর্জেন্টিনা শেষ আটে খেলবে ইকুয়েডরের বিপক্ষে।

দশটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে এবারের কোপা আমেরিকা। গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার পর সেরা আট দলকে নিয়ে হবে কোয়ার্টার। অর্থাৎ দুই দল বাদ পড়বে গ্রুপ পর্ব থেকে।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বের লড়াই শেষে গ্রুপ ‘এ’ থেকে ভেনেজুয়েলা এবং গ্রুপ ‘বি’ থেকে বাদ পড়েছে বলিভিয়া। কোয়ার্টারে এক গ্রুপের শীর্ষ দলের মুখোমুখি হবে অন্য গ্রুপে সবার নিচে থাকা দল। সে হিসেবে গ্রুপ ‘এ’ এর শীর্ষ দল আর্জেন্টিনা পেয়েছে গ্রুপ ‘বি’ এর চার নম্বর দল ইকুয়েডরকে। আর গ্রুপ ‘বি’ এর শীর্ষ দল ব্রাজিল পেয়েছে গ্রুপ ‘এ’ এর চার নম্বর দল চিলিকে।

অন্য দলগুলোর মধ্যে কোয়ার্টারে পেরুর বিপক্ষে লড়বে প্যারাগুয়ে। লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিদের উরুগুয়ে কোয়ার্টারে লড়বে কলম্বিয়ার বিপক্ষে। কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হবে আগামী ৩ জুলাই। ওই দিন বাংলাদেশ সময় রাত ৩টায় পেরুর বিপক্ষে প্রথম কোয়ার্টার খেলতে নামবে প্যারাগুয়ে। একই দিনে বাংলাদেশ সময় সকাল ৬টায় চিলির মুখোমুখি হবে ব্রাজিল।

৪ জুলাই রাত ৪টায় কলম্বিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে। একই দিনে সকাল ৭টায় ইকুয়েডরের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা কোপা আমেরিকা ২০২০ ব্রাজিল

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর