কাঁদতে কাঁদতে কোর্ট ছাড়লেন সেরেনা
৩০ জুন ২০২১ ১৫:০৭
চার বছর যাবত রেকর্ডটার পেছনে ছুটছেন সেরেনা উইলিয়ামস। আর মাত্র একটা গ্র্যান্ডস্লাম জিতলেই ইতিহাসের সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ী মার্গারেট কোর্টকে স্পর্শ করবেন তিনি। কিন্তু মার্কিন কৃষ্ণকলি সমীকরণটা মেলাতে পারেননি আজও। আরও একবার ব্যর্থ হলেন সেরেনা। উইম্বলডন থেকে ছিটকে পড়েছেন মার্কিন কিংবদন্তি।
ম্যাচ হেরে অবশ্য নয়। দারুণ খেলতে থাকা সেরেনা চোটে পড়ে কোর্ট ছাড়লেন কাঁদতে কাঁদতে। উইম্বলডনের প্রথম রাউন্ডের লড়াইয়ে বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচের মুখোমুখি হয়েছিলেন সেরেনা। ২৩ বার গ্ল্যান্ডস্লাম জয়ী প্রথম রাউন্ডে খেলছিলেনও দুর্দান্ত।
প্রথম সেট জিতে নেন ৩-১ ব্যবধানে। কোর্টে পা পিছলে পড়ে গেলেন তার পরেই। তারপর কিছুক্ষণ অবশ্য খেলেছেন কিন্তু ডান পায়ে এমনই ব্যথা পেয়েছেন যে সুবিধা করতে পারছিলেন না মার্কিন তারকা। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে কোর্ট ছেড়েছেন সেরেনা। বিনা লড়াইয়ে পরবর্তী রাউন্ডে ওঠে গেছে আলিয়াকসান্দ্রা সাসনোভিচ।
এমন বিদায়ের পর সেরেনা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার ডান পায়ে ইনজুরির কারণে এখান (উইম্বলডন) থেকে সরে যাওয়া হৃদয়বিদারক ঘটনা ছিল।’