Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্ট চ্যাম্পিয়নশিপে ম্যাচ কমছে বাংলাদেশের


৩০ জুন ২০২১ ১৬:২৪

নিউজিল্যান্ডের শিরোপা জয়ের মধ্যদিয়ে কদিন আগে শেষ হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। তবে প্রথম আসরটি হয়তো উপভোগ্য লাগেনি অনেকের কাছেই! করোনাভাইরাসের কারণে বাতিল হয়ে গেল যে গুরুত্বপূর্ণ অনেক ম্যাচ। এদিকে, আগামী আগস্ট থেকে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। প্রথম আসরের চেয়ে দ্বিতীয় আসরে ম্যাচ কমছে বাংলাদেশের।

প্রথম আসরে বাংলাদেশ দুটি তিন ম্যাচের সিরিজ খেলার সুযোগ পেয়েছিল। যদিও করোনার কারণে একটা সিরিজও তিন ম্যাচের হয়নি। দ্বিতীয় আসরে তিন ম্যাচের সিরিজ নেই-ই বাংলাদেশের। সব সিরিজই দুই ম্যাচের।

বিজ্ঞাপন

আগের আসরের মতোই ঘরে বাইরে মিলিয়ে ছয়টি সিরিজ খেলবে প্রতিটি দল। সে হিসেবে দ্বিতীয় আসরে বাংলাদেশের মোট ম্যাচ ১২টি। সবচেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ইংল্যান্ড। ইংলিশরা খেলবে ২১টি টেস্ট।

ভারত খেলবে দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি টেস্ট। অস্ট্রেলিয়া পাচ্ছে ১৮টি, দক্ষিণ আফ্রিকা ১৫টি, পাকিস্তান ১৪টি, নিউজিল্যান্ড খেলবে ১৩টি। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকাও খেলবে ১৩টি করে টেস্ট।

বাংলাদেশ তাদের ১২ টেস্টের প্রথমটি খেলবে আগামী নভেম্বর-ডিসেম্বরে, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে। ডিসেম্বরে ঘরের মাঠে খেলবে শ্রীলংকার বিপক্ষে। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর করবে টাইগাররা। আগামী বছরের মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ, জুলাই-অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর। নভেম্বরে দেশের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী আগস্টের ৪ তারিখে। পতৌদি ট্রফি খেলবে ভারত-ইংল্যান্ড। এবারের আসরে পয়েন্ট পদ্ধতিতে বদল এনেছে আইসিসি। প্রতিটি টেস্ট জয়ের জন্য থাকবে ১২ পয়েন্ট। ম্যাচ ড্র হলে প্রতি দল পাবে ৪ পয়েন্ট করে, টাই হলে ৬ পয়েন্ট।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত আসরে পয়েন্ট টেবিলে সবার নিচে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করেছিল বাংলাদেশ। করোনার কারণে বাংলাদেশ খেলতে পেরেছ মাত্র ৭টি টেস্ট। যাতে ছয় হারের বিপরীতে শ্রীলংকায় গিয়ে একটা ড্র করতে পেরেছিল টাইগাররা। ড্রয়ের ২০ পয়েন্ট নিয়ে আসর শেষ হয়েছে মুমিনুল হকের দলের।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর