ইকুয়েডরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা
৩ জুলাই ২০২১ ১৯:৪০
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে রাত পোহালে ইকুয়েডরের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তুলনা করতে গেলে আর্জেন্টিনার চেয়ে অনেকটাই পিছিয়ে ইকুয়েডর। ফিফা র্যাংকিংয়ে আর্জেন্টিনা অবস্থান ৮ নম্বরে, আর ইকুয়েডর আছে ৫৩তে। দলীয় শক্তি, মুখোমুখি লড়াই কিংবা সাম্প্রতিক ফর্মেও এগিয়ে আর্জেন্টিনা।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্য দিকে ইকুয়েডর কোয়ার্টারে উঠেছে গ্রুপের শেষ দল হয়ে। গ্রুপ পর্বে চার ম্যাচ খেলে তিনটিতে ড্র একটিতে হেরেছে দলটি। তবু ইকুয়েডরকে নিয়ে বেশ সতর্ক আর্জেন্টিনা।
কারণ গতিময় ফুটবলের জন্য বেশ পরিচিত দলটি। তাদের পায়ে বল গেলেই ভোঁ দৌড়! এই ইকুয়েডর যে হুট করেই বিপদের কারণ হতে পারে গ্রুপ পর্বে সেটা ভালোভাবেই দেখিয়েছে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বললেন, তার দল যথেষ্ট সতর্ক।
বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) সকাল ৭টায় কোয়ার্টারে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইকুয়েডর। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘খেলার পরিষ্কার একটা ধরন আছে একুয়েডরের। দারুণ আগ্রাসী এবং দলটিতে যারা খেলে, তারা গতিময়। তারা যে ম্যাচগুলো খেলেছে, প্রতিপক্ষ তাদের উপর সেভাবে ছড়ি ঘোরাতে পারেনি।’
আর্জেন্টিনা কোচ এটাও বললেন, তার দল প্রস্তুতই আছে, ‘প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা সতর্ক থাকি। সব ম্যাচে আমাদের খেলার ধরন একই। একুয়েডর গতিশীল। যে কোনো দলের জন্য পরিস্থিতি কঠিন করে তোলার মতো দারুণ ফুটবলার তাদের আছে। তবে আর সব দলের মতো তাদেরও দুর্বলতা আছে এবং সেটারই সুযোগ নেওয়ার চেষ্টা করব আমরা।’