Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালে থাকবে দর্শক

স্পোর্টস ডেস্ক
৯ জুলাই ২০২১ ১৯:০৭ | আপডেট: ৯ জুলাই ২০২১ ১৯:৫৪

করোনাভাইরাস মহামারির মধ্য দিয়েই ব্রাজিলে অনুষ্ঠিত হচ্ছে কোপা আমেরিকার এবারের আসর। লাতিন আমেরিকার সর্বোচ্চ মর্যাদার ফুটবল টুর্নামেন্টের কোনো ম্যাচেই এখন পর্যন্ত দর্শকদের উপস্থিতি ছিল না। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি বারজিল ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালে সীমিত সংখ্যক দর্শককে মারাকানার ফাইনালে গ্যালারিতে থাকার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে কনমেবল।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় ভোর ছয়টায় মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। রিও ডি জেনেইরিওর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে সীমিত সংখ্যক দর্শককে খেলা দেখতে আসার অনুমতি দিয়েছে লাতিন আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল।

বিজ্ঞাপন

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের এটি শিরোপা ধরে রাখার লক্ষ্য। অন্যদিকে ২৮ বছর ধরে বৈশ্বিক কোনো শিরোপা না জেতা আর্জেন্টিনার এবার খরা কাটানোর মিশন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কোপা আমেরিকার আগের ম্যাচগুলো হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে। ফাইনালেও তা হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনায়, সমর্থকদের কথা ভেবে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল দুই দেশের কিছু সমর্থককে মাঠে প্রবেশের সুযোগ দিচ্ছে।

ব্রাজিল ও আর্জেন্টিনা প্রত্যেক দলেরই ২ হাজার ২শত করে টিকিট পাবেন সমর্থকরা। কিন্তু কোনো টিকিটই বিক্রি করা হবে না, সব টিকিটই সৌজন্য টিকেট। ব্রাজিলে থাকা আর্জেন্টিনা কনস্যুলেট এই টিকেটগুলো পাবে এবং রিও ডি জেনেরিওতে থাকা আর্জেন্টাইনরাই এই টিকেটগুলো নিয়ে মারাকানায় প্রবেশের সুযোগ পাবেন।

করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে মাঠে আসা দর্শকদের স্বাস্থ্যবিধি অনুযায়ী কোভিড-১৯-এর পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট এবং আনুষাঙ্গিক কাগজ-পত্র আনার কথা বলেছে আয়োজকরা। সেগুলো না দেখাতে পারলে মাঠে প্রবেশের সুযোগ পাবেন না কেউ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

কোপা আমেরিকা ২০২১ কোপা আমেরিকা ফাইনাল কোপার ফাইনালে দর্শক ব্রাজিল বনাম আর্জেন্টিনা সুপার ক্লাসিকো স্টেডিয়ামে দর্শক

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর