Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিশ্চুপ’ মুমিনুলের মাহমুদউল্লাহকে জয় উৎসর্গ


১১ জুলাই ২০২১ ২১:৫৯

টেস্ট ক্রিকেটে কোচের পছন্দ হচ্ছিল না তাকে। তবুও ইনজুরি সমস্যার কারণে দলে অভিজ্ঞতা কমতির শঙ্কায় মাহমুদউল্লাহকে টেস্ট দলে ডাকেন নির্বাচকরা। প্রায় ১৭ মাস পর সাদা পোশাকে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন এভাবেই। তারপর মাহমুদউল্লাহ এলেন, দেখলেন, জয় করলেন! দলের চরম বিপদের সময় ক্যারিয়ার সর্বোচ্চ ১৫০ রানের অসাধারণ একটা ইনিংস খেলে জানিয়ে দিয়েছেন টেস্ট খেলার সামর্থ তার ভালোই আছে।

এখান থেকে শুরু হতে পারত নতুন এক অধ্যায়ের। কোচসহ কয়েকজনের অপচ্ছন্দকে পাশ কাটিয়ে আবারও টেস্ট ক্রিকেটে মাঠ দাপিয়ে বেড়ানোর গল্প রচিত হতে পারত মাহমুদউল্লাহর। কিন্তু উল্টো অভিমানি হলেন অভিজ্ঞ অলরাউন্ডার! ১৫০ রানের অসাধারণ ইনিংস খেলার পর মনে মনে নিশ্চয় বলছিলেন, দেখ আমার সামর্থ আছে কিনা। সামর্থ দেখানোর পরই সিদ্ধান্ত নিয়ে নিলেন, আর খেলবেন না টেস্ট ক্রিকেট।

বিজ্ঞাপন

হারারে টেস্টের তৃতীয় দিনে টিম মিটিংয়ের সময় সতীর্থদের জানিয়ে দিলেন ইচ্ছার কথা। তবে টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের কাউকে কিছুই বলেননি। আজ টেস্টের শেষ দিনে মাহমুদউল্লাহকে গার্ড অব অনার দিয়ে অবসরের প্রসঙ্গটা নিশ্চিত করেছেন তার সতীর্থরা।

রাগের বসেই কী এতোবড় সিদ্ধান্তটা নিলেন মাহমুদউল্লাহ? কেন-ই বা কয়েক জনের ওপর রাগ করে এতো বড় সিদ্ধান্ত নিলেন? নাকি অন্য কারণও আছে? এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটাঙ্গনে। কিন্তু উত্তর অজনা। হারারে টেস্টে বাংলাদেশের ২২০ রানের জয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মাহমুদউল্লাহ। পুরস্কার নিতে গিয়ে অবসর প্রসঙ্গে টু-শব্দটাও করলেন না অভিজ্ঞ অলরাউন্ডার।

পরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক যেন বারবার বুঝাতে চাইলেন, এ বিষয়ে কথা বলতে বারণ! অবশ্য জয়টা বিদায়ী মাহমুদউল্লাহকে উৎসর্গ করেছেন টেস্ট অধিনায়ক। জানালেন, শেষ টেস্ট বলে মাহমুদউল্লাহকে জয় উপহার দেওয়ার চেষ্টা করেছে তার দল।

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গে মুমিনুল বলছিলেন, ‘এটা তার পার্সোনাল সিদ্ধান্ত। এটা নিয়ে আমার বলাটা ডিফিকাল্ট। এরকমভাবে আমি অবগত না। যার যার পার্সোনাল ডিসিশন হতে পারে। দেখেন আমি তো প্রথমে বললাম, এই ব্যাপারে কোনো কিছু কমেন্ট করাই ডিফিকাল্ট। আমিও জানি ক্রিটিক্যাল কিছু না (কমেন্ট করা)… অবশ্যই ইয়াং ক্যাপ্টেন হিসেবে আমার খারাপ লাগার কথা, যদি খারাপ না লাগে সেটা অবশ্যই অস্বাভাবিক একটা জিনিস।’

মুমিনুল বলছেন মাহমুদউল্লাহর জন্য ম্যাচ জিততে মরিয়া ছিল বাংলাদেশ, ‘আমরা চেষ্টা করছি উনার ম্যাচটা যাতে ওইভাবে শেষ হয়, উনার জন্য জয়টা ডেডিকেট করে। উনার লাস্ট ম্যাচ যেহেতু। শুনলাম, উনার ডেব্যু ম্যাচটাও জিতছিল উনি, লাস্ট ম্যাচটাও জিতুক সেই চেষ্টা ছিল। প্রথমেই বলেছি, চেষ্টা করেছি যাতে জয়টা দিয়ে ভাল হয়।

মাহমুদউল্লাহ মুমিনুল হক

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর