Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকর্ড গড়ে হিটে বাদ বাংলাদেশের দুই সাঁতারু


৩০ জুলাই ২০২১ ১৯:২৮

টোকিও অলিম্পিকে সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলে হিটে বাদ পড়েছেন বাংলাদেশের দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনায়না আহমেদ। তবে বাদ পড়লেও অলিম্পিকের মঞ্চে নিজেদের ক্যারিয়ার সেরা টাইমিং করেছেন দুজনই।

শুক্রবার (৩০ জুলাই) টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে চতুর্থ হিটের তিন নম্বর লেনে সাঁতারে নেমেছিলেন আরিফুল। হিটে ২৪.৮১ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। এই ইভেন্টে এটাই আরিফুলের সেরা টাইমিং। এর আগে তার সেরা টাইমিং ছিল ২৪.৯২ সেকেন্ড। ২০১৯ সালে কোরিয়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই টাইমিং করেছিলেন কিশোরগঞ্জের যুবক।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তি নিয়ে গত দুই বছর ফ্রান্সে উন্নত প্রশিক্ষণ নিয়েছেন আরিফুল। সেখান থেকে সোজা চলে আসেন টোকিওতে। তবে খুব বেশি চমক দেখাতে পারলেন না তিনি। সব মিলিয়ে ৭৩ জন সাঁতারুর মধ্যে ৫১তম হয়েছেন বাংলাদেশি সাঁতারু।

এদিকে, মেয়েদের ৫০ মিটার ফ্রি স্টাইলে জুনায়না আহমেদও নিজের ক্যারিয়ার সেরা টাইমিং করেছেন। ২৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে হিটে পঞ্চম হয়েছেন বাংলাদেশি সাঁতারু। সব মিলিয়ে ৮১ জনের মধ্যে ৬৮তম হয়ে হিটে বাদ পড়েছেন তিনি।

আরিফুল ইসলাম জুনায়না আহমেদ টোকিও অলিম্পিক

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর