নিজের গড়া বিশ্বরেকর্ড ভেঙে সোনা জয় ওয়ারহোমের
৩ আগস্ট ২০২১ ১৩:০৫
২৯ বছর আগের বিশ্বরেকর্ড ভেঙেছিলেন এক মাস আগে। আর এক মাসের ব্যবধানে নিজের গড়া রেকর্ড ভেঙেই অলিম্পিকে সোনা জিতলেন কারস্টেন ওয়ারহোম। ৪০০ মিটার হার্ডলসে নিজের গড়া রেকর্ড টাইমিং ভেঙে কারস্টেন ওয়ারহোম নিজেকে নিয়ে গেলেন আরও উচ্চতায়।
মঙ্গলবার (৩ আগস্ট) টোকিও অলিম্পিক স্টেডিয়ামে পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে ৪৫ দশমিক ৯৪ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন ওয়ারহোম।
ঠিক এক মাস আগেই গত জুলাইতে অসলোর ডায়মন্ড লিগ মিটিংয়ে ৪৬ দশমিক ৭০ সেকেন্ড টাইমিং করে ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকসে কেভিন ইয়ংয়ের গড়া রেকর্ড ভেঙেছিলেন নরওয়ের এই অ্যাথলেট। বার্সেলোনা অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলসে কেভিন ইয়ং নিয়েছিলেন ৪৭ দশমিক ৭৮ সেকেন্ড। এরপর দীর্ঘ ২৯ বছর অক্ষত ছিল সেই রেকর্ড।
অলিম্পিকসে প্রথম সোনা জেতা ওয়ারহোমের বিশ্বাসই হচ্ছে এত দ্রুত দৌড় শেষ করেছেন তিনি। ২৫ বছর বয়সী এই অ্যাথলেটের মনে হচ্ছে ‘নিখুঁত দৌড়ের’ খুব কাছাকাছি যেতে পেরেছেন তিনি।
তিনি বলেন, ‘আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি এই সময় নিয়ে দৌড়েছি। অনেকবার আমাকে জিজ্ঞেস করা হয়েছিল নিখুঁত দৌড় নিয়ে। আমি বলেছিলাম, এটার কোনো অস্তিত্ব নেই তবে নিখুঁত দৌড়ের সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছি এবার।’
এই ইভেন্টে যুক্তরাষ্ট্রের রে বেঞ্জামিন ৪৬ দশমিক ১৭ সেকেন্ড টাইমিং করে রুপা আর ব্রোঞ্জ জিতেছেন আলিসন দস সান্তোস (৪৬ দশমিক ৭২ সেকেন্ড)।
সারাবাংলা/এসএস
৪০০ মিটার ৪০০ মিটার হার্ডলস ওয়ারহোম টোকিও অলিম্পিক টোকিও অলিম্পিক ২০২০