মেসি যাওয়ার পর আক্রমণেভাগে খেলোয়াড় চান কোম্যান
১২ আগস্ট ২০২১ ১৩:০৪
বার্সেলোনা ছেড়ে ইতোমধ্যেই পিএসজিতে পাড়ি জমিয়েছেন মেসি। অন্যদিকে সদ্যই ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় নাম লেখানো সার্জিও আগুয়েরো ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন ১০ সপ্তাহের জন্য। আর তাতেই আক্রমণভাগের দুর্বলতা দেখছেন কোম্যান। তাই তো বার্সা কোচের চাওয়া আরও একজন গোলদাতা যেন দলে ভেড়ায় বার্সা।
প্রতি মৌসুমে গড়ে কমপক্ষে ৩০ থেকে ৪০টি গোল করতেন লিওনেল মেসি। আর তার বার্সা ছাড়ার পর এদিকেই দুর্বল হয়ে পড়বে বার্সা। এমনটাই ভাবছেন কোম্যান।
এদিকে বার্সেলোনার অর্থনৈতিক দুর্দশা সম্পর্কেও বেশ ধারণা আছে কোম্যানের। তবুও একজন ফরোয়ার্ডের চিন্তা করছেন কোম্যান। খেলোয়াড়দের বেতন থেকে শুরু করে বার্সেলোনার বর্তমান অর্থনৈতিক দুর্দশা ভাবনায় রেখেই কোম্যানের এই চাওয়া। আর সেটিও গ্রীষ্মকালীন দলবদলের মৌসুম শেষের আগেই সেরে ফেলতে চান তিনি।
যদিও মেসি-আগুয়েরো ছাড়াও কোম্যানের হাতে ফরোয়ার্ড আছেন অ্যান্তোনিও গ্রিজম্যান, মার্টিন ব্র্যাথওয়েট, মেমফিস ডিপাই, ফিলিপ কুতিনহো এবং উসমান দেম্বেলে। তবুও আরও একজন ফরোয়ার্ডের স্বপ্ন দেখছেন কোম্যান। প্রধান দলের বাইরেও বার্সেলোনার ফরোয়ার্ড তালিকায় লা মাসিয়া থেকে উঠে আসা ইউসুফ ডেমির রয়েছেন।
সারাবাংলা/এসএস