র্যাংকিংয়ের দুই নম্বরে উঠে এলেন রুট
১৮ আগস্ট ২০২১ ১৮:৫৬
ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করে আইসিসি ব্যাটিং র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছিলেন জো রুট। দ্বিতীয় টেস্টে আরও একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন ইংলিশ অধিনায়ক, যাতে র্যাঙ্কিংয়ে আবারও হয়েছে উন্নতি। দুই ধাপ এগিয়ে চার থেকে দুই নম্বরে উঠে বসেছেন জো রুট।
বুধবার (১৮ আগস্ট) ইংল্যান্ড-ভারত দ্বিতীয় টেস্ট ও ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান প্রথম টেস্ট শেষে সর্বশেষ টেস্ট র্যাংকিং হালনাগাদ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। যাতে দেখা যাচ্ছে, রুটের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৮৯৩। শীর্ষে থাকা কেন উইলিয়ামসনের চেয়ে মাত্র ৮ রেটিং দুরে রুট। নিউজিল্যান্ড অধিনায়কের রেটিং পয়েন্ট ৯০১। লর্ডস টেস্টে দলের বিপদে ১৮০ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন জো রুট। দারুণ এই ইনিংসটাই তাকে দুইয়ে তুলে নিল।
লর্ডসের প্রথম ইনিংসে ১২৯ রানের এক ইনিংস খেলে ভারতীয় ওপেনার লোকেশ রাহুলের ১৯ ধাপ উন্নতি হয়েছে। ভারতীয় ওপেনার এখন আছেন ৩৭ নম্বরে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে ৩০ ও ৫৫ রান করা পাকিস্তান অধিনায়ক বাবর আজমের দুই ধাপ উন্নতি হয়েছে। দশ থেকে তিনি উঠে এসেছেন আট নম্বরে।
বোলিংয়ে উন্নতি হয়েছে জেসন হোল্ডার, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ সিরাজদের। পাকিস্তানের বিপক্ষে দুই উইকেট নেওয়া হোল্ডার দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন নবম স্থানে। দুই ধাপ এগিয়েছেন কেমার রোচও। ১১তম অবস্থানে আছেন ক্যারিবিয়ান পেসার। পাকিস্তানের পেসার শাহনি শাহ আফ্রিদি চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৮তম অবস্থানে।
এদিকে, ইংল্যান্ড-ভারত সিরিজের দ্বিতীয় টেস্টে দারুণ বোলিং করা ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ১৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৮ নম্বরে।