Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালেবান উত্থান: নিউজিল্যান্ডের পাকিস্তান যাত্রা অনিশ্চিত


১৮ আগস্ট ২০২১ ২১:০৫

সবকিছু ঠিক থাকলে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে আগামী ২৪ তারিখ বাংলাদেশ আসার কথা নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানের বিমান ধরার কথা কিউইদের। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা তাসমান পারের দেশটির। কিন্তু আফগানিস্তানে তালেবান উত্থানে ওই সিরিজ নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা।

আফগানিস্তানে একের পর এক রাজ্য দখল করে নিয়ে রাজধানী কাবুলও নিয়ন্ত্রণে নিয়েছেন তালেবানরা। কয়েকদিন ধরেই ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। হাজার হাজার আফগানি দেশ ছেড়ে পালাচ্ছেন। পাকিস্তান ও আফগানিস্তান পাশাপাশি রাষ্ট্র। এক দেশের রাজনীতিতে রয়েছে অপর দেশের প্রভাব। তাছাড়া সরাসরি তালেবানদের সমর্থন দিয়েছেন পাকিস্তানি প্রেসিডেন্ট ইমরান খান। এমন পরিস্থিতিতে পাকিস্তান সফর করা ঠিক হবে কিনা তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও সফর নিয়ে প্রশ্ন তুলছেন।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান হিথ মিলস বলেন, ‘সব ঠিকঠাক এগোচ্ছিল। কিন্তু গত কয়েক দিনে আফগানিস্তানে যা হয়েছে, তা দুঃখজনক। আর অনেকেই এ ব্যাপারে প্রশ্ন করছেন। নিরাপত্তাব্যবস্থা কেমন থাকবে, সেটা জানতে চাইছেন। ক্রিকেটাররাও আছেন এই দলে। সেটা একেবারে স্বাভাবিকও। আমাদের কাজ হলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা, নিরাপত্তাব্যবস্থা ঠিক থাকলে ক্রিকেটারদের আশ্বস্ত করা।’

১৮ বছর পর পাকিস্তানে সিরিজ খেলতে যাওয়ার কথা নিউজিল্যান্ডের। ২০০২ সালে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল কিউইরা। করাচিতে বোমা হামলার কারণে সিরিজ অসম্পূর্ণ রেখেই সেবার পাকিস্তান ছেড়েছিল নিউজিল্যান্ড। ওই সফরে নিউজিল্যান্ড দলের নিরাপত্তার বিষয়টি দেখভাল করেছেন রেগ ডিকেসন।

বিজ্ঞাপন

এবারও নিউইদের নিরাপত্তার বিষয়টি দেখার দায়িত্ব এই স্বাধীন নিরাপত্তা পর্যবেক্ষকের। আগামী সপ্তাহে পাকিস্তান সফর করার কথা তার। খতিয়ে দেখবেন পাকিস্তানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। হিথ মিলস বললেন, এই ডিকেসনের সংকেতের ওপরই নির্ভর করছেন সিরিজের ভাগ্য।

হিথ মিলস এ ব্যাপারে বলছিলেন, ‘ডিকেসনের প্রতিবেদন পেতে চার-পাঁচ দিন সময় লাগবে। সফরে আমাদের যাওয়া উচিত কি না, এ ব্যাপারে তাঁর একটা মন্তব্য থাকবে। তখন আমরা সেভাবে পরিকল্পনা করব। যদি সফর হয়, তাহলে ডিকেসন দলের সঙ্গেই থাকবেন। যদি তিনি কোনো অস্বস্তি অনুভব করেন, তাহলে দল পাকিস্তান থেকে সরাসরি ফিরে আসবে।’

নিউজিল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষক দল এখন বাংলাদেশে আছেন সেটাও জানিয়েছেন মিলস, ‘আমাদের প্রতিনিধিদল এখন বাংলাদেশে আছে। প্রতিবার যেমন হয়, এবারও সেভাবেই আমরা আমাদের প্রতিনিধিদের প্রতিবেদনে লেখা পরামর্শ অনুযায়ী কাজ করব।’

তালেবান নিউজিল্যান্ড ক্রিকেট পাকিস্তান ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর