Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই পেছন থেকে ছুরি মারছেন ল্যাঙ্গারকে

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২১ ১৪:২৭

বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ হারের পর নিজ দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে বেশ ঝামেলায় জড়িয়ে পড়েন অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। এছাড়াও জোর গুঞ্জন উঠেছে ক্রিকেটারদের সঙ্গে ল্যাঙ্গারের সম্পর্কে ফাটল ধরেছে। আর একারণেই দলের ক্রিকেটাররা পেছন থেকে ল্যাঙ্গারকে ছুরি মারছেন বলে মন্তব্য করেছেন অজি ক্রিকেটার উসমান খাজা।

খাজার মতে কোচের সঙ্গে ক্রিকেটারদের এমন সম্পর্ক হতাশাজনক। তার মতে দুই পক্ষের সঙ্গেই কথা বলে এই দ্বন্দের অবসান ঘটাতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যত তাড়াতাড়ি সম্ভব বোর্ডের এমন পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি মনে করেন।

বিজ্ঞাপন

খাজা বলেন, ‘আপনার কি মনে হয়, জাস্টিন ল্যাঙ্গার কি ভাবছে? সে হয়তবা ভাবছে ক্রিকেটাররা তাকে পেছন থেকে ছুরিকাঘাত করছে এবং এটা খুবই হতাশাজনক। এটা আসলেই বাজে দৃষ্টান্ত। যত তাড়াতাড়ি সম্ভব দলকে এটা সমধান করতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশেও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে অজিরা। এরপরেই আরও সমালোচনার মুখে পড়েছেন জাস্টিন ল্যাঙ্গার। তবে দলের খারাপ পারেফরম্যান্সের পেছনে শুধুই কোচ নয়, দায় আছে ক্রিকেটারদেরও এমনটাই মনে করেন খাজা।তিনি বলেন, ‘শুধুই কোচ নয়, ছেলেরাও পারফর্ম করতে পারছে না। কিছু কিছু ক্ষেত্রে খেলোয়াড়দের নিজেকেই দায়িত্ব নিতে হবে। এটি ব্যাক্তিগত কিছু নয় তাই সবার সম্মিলিত পদক্ষেপ থাকা দরকার।’

ল্যাঙ্গারের ব্যাপারে খাজা বলেন, ‘সে খুবই আবেগী মানুষ। অস্ট্রেলিয়ান ক্রিকেটকে খুব ভালবাসে, সবার থেকে সেরাটা চায়, শুধুই সফল হতে চায়। সে জয়ে অভ্যস্ত, এটা ভাল দিক। স্যান্টপেপার কেলেঙ্কারির পর থেকে তিনি জয়ের দিকে খুবই মনযোগী।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

অস্ট্রেলিয়ান ক্রিকেটার অস্ট্রেলিয়ার প্রধান কোচ উসমান খাজা ছুরি মারছেন জাস্টিন ল্যাঙ্গার

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর