Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দল

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২১ ১২:২৮

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১২টা নাগাদ ঢাকার হযরত শাহজালাল বিমান বন্দরে পা রাখে টম লাথামের দল।

ঢাকা পা রেখে টিম বাসে করে হোটেলের পথে নিউজিল্যান্ড দল। হোটেলে তিন দিনের কোয়ারেনটাইন করবেন কিউই ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। এরপর ২৭ তারিখ থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে তারা।

এর আগে গোটা দল বাংলাদেশের আসার আগে গত ২০ আগস্ট ঢাকায় আছেন ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম। ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্য হান্ড্রেড খেলে সরাসরি বাংলাদেশে চলে আসে তারা। অ্যালেন ও গ্র্যান্ডহোমের কোয়ারেনটাইন শেষ হলেও তারা দুজন অনুশীলনে নামেননি। এদিকে ক্রিকেট দল আসার আগে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ডের একটি পর্যবেক্ষণ দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ সিরিজ। নিউজিল্যান্ড স্কোয়াডে অবশ্য নেই তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের কেউ। বাংলাদেশে আসা দলকে নেতৃত্ব দিচ্ছেন ২০১৭ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলা টম ল্যাথাম। নিউজিল্যান্ড দলের তিনজনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি।

২০১৩ সালের পর এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে নিউজিল্যান্ড দল। এর মধ্যে বাংলাদেশ দল তিনবার নিউজিল্যান্ড সফরে গেছে। গত বছর এমন সময়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুটি ম্যাচ খেলতে বাংলাদেশ আসার কথা ছিল নিউজিল্যান্ডের। তবে করোনা মহামারির কারণে স্থগিত হয়ে যায় সে সিরিজটি।

এ সফরে শুরুতে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। ২৯ আগস্ট বিকেএসপিতে সে ম্যাচ হওয়ার কথা থাকলেও নিউজিল্যান্ড শেষ পর্যন্ত বিসিবির এ প্রস্তাব নাকচ করেছে। ঢাকার জৈব সুরক্ষা বলয়ের বাইরে যেতে চায় না তারা। এদিকে বাংলাদেশ দলের সব সদস্য আজ জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়বেন।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি হবে ১ সেপ্টেম্বর। শেষ ম্যাচটি হবে ১০ সেপ্টেম্বর। সব কটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে শুরু হওয়ার কথা ম্যাচগুলো। অস্ট্রেলিয়া সিরিজে সন্ধ্যা ৬টার দিকে খেলা শুরু হলেও এবার নিউজিল্যান্ড দর্শকের কথা ভেবে এগিয়ে আনা হচ্ছে সময়।

নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগালাইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

সারাবাংলা/এসএস

টপ নিউজ টি-টোয়েন্টি সিরিজ নিউজিল্যান্ড দল ঢাকায় বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর