Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান হয়ে বাংলাদেশে আসবেন আফগান যুবারা


২৯ আগস্ট ২০২১ ১৬:২৬

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার সিরিজটা হবে তো- এমন প্রশ্ন ঘুরছে কয়েকদিন ধরেই। সিরিজ খেলতে গত মঙ্গলবার বাংলাদেশে পা রাখার কথা ছিল আফগানদের, কিন্তু দেশটিতে তালেবান উত্থান ইস্যুতে আজও তাদের আসার সময় জানা যায়নি। এদিকে এমন অনিশ্চয়তার মধ্যে জানা গেল, পাকিস্তান হয়ে বাংলাদেশে আসার অপেক্ষায় আছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান জানান, আফগান যুব দলের বাংলাদেশ সফরের অপেক্ষা করছেন তারা। পাকিস্তানের ভিসা পেলেই সফরের জন্য রওনা দিবেন তারা।

বিজ্ঞাপন

আফগানিস্তানে তালেবান উত্থানের পর কাবুল থেকে বিমান যোগাযোগ বন্ধ। ফলে সরাসরি দেশ থেকে বাংলাদেশে উদ্দেশ্যে রওনা হওয়া সম্ভব না আফগানদের। তাই বিকল্প হিসেবে বাসে পাকিস্তান গিয়ে সেখান থেকে বাংলাদেশে আসবে আফগান যুবারা।

৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ। আফগান যুবারা যখন এখনো এসে পৌঁছেননি তাই সিরিজের সূচিতে পরিবর্তন আসছে নিশ্চিতভাবেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, পিছিয়ে হলেও সিরিজটি খেলতে চান তারা। কোভিডের কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ প্রস্তুতি ঠিকভাবে চলছে না। ফলে আফগানিস্তান যুব দলের বিপক্ষে আসন্ন সিরিজটা খেলতে অনেকটাই মরিয়া বাংলাদেশ।

বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার রোববার বলছেন, ‘তারা এক সপ্তাহ দেরিতে এলেও আমাদের আপত্তির কোনো কারণ নেই। সেপ্টেম্বরে এমনিতেই আমাদের আর কোনো খেলা নেই। হাতে পর্যাপ্ত সময় তাই আছে। আমাদের ছেলেদের ম্যাচ অনুশীলন জরুরি। আফগানিস্তানের ছেলেরাও এই সিরিজের জন্য ট্রেনিং করেছে। আশা করি সিরিজটি হবে।’

বিজ্ঞাপন

আসন্ন সিরিজে পাঁচটি ওয়ানডে ও একটি যুব টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী নভেম্বরে ভারতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়ার কথাও শোনা যাচ্ছে যুব দলের। সিরিজের তৃতীয় দল শ্রীলংকা।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ ক্রিকেট বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর