Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টস জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ


৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:৩৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। গত ম্যাচে টসে হেরে প্রথমে বোলিং পেয়েছিল বাংলাদেশ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে বাংলাদেশ। গত ম্যাচে দুর্দান্ত জয় পাওয়া মাহমুদউল্লাহর দল উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি। অন্য দিকে, নিউজিল্যান্ডের একাদশে এসেছে দুই পরিবর্তন। পেসার জ্যাকব ডাফির বদলে খেলবেন অপর পেসার বেন সিয়ার্স। এই প্রথম নিউজিল্যান্ডে জার্সিতে খেলতে যাচ্ছেন তিনি। আর ব্লেয়ার টিকনারের জায়গায় খেলবেন হামিশ বেনেট।

বিজ্ঞাপন

সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। অর্থাৎ আজ জিতলে সিরিজ জয়ের আরও কাছাকাছি পৌঁছুবে মাহমুদউল্লাহর দল।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল: রচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাকনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স।

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ মাহমুদউল্লাহ রিয়াদ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর