বিশ্বকাপে ভালো সুযোগ আছে, বোর্ড সভাপতিকে বলেছেন সাকিব
১১ সেপ্টেম্বর ২০২১ ০১:০৪
মন্থর উইকেটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ খেলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি কতোটা হলো তা নিয়ে প্রশ্ন অনেকের। বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ বেশ শক্ত। তাছাড়া তামিম ইকবালের মতো অভিজ্ঞ একজনকে পাচ্ছে না টাইগাররা। এমন অবস্থায় বিশ্বকাপে কতোদূর যাবে বাংলাদেশ? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, সাকিব আল হাসান তাকে বলেছেন বিশ্বকাপে ভালো সম্ভবনা আছে বাংলাদেশের।
নিউজিল্যান্ডের বিপক্ষে আগেই সিরিজ জয় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি জিতে তৃতীয়টি হারলেও চতুর্থ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা। তাই আজ শেষ ম্যাচে সেরা একাদশের চারজন ক্রিকেটারকে বিশ্রাম দেয় টিম ম্যানেজমেন্ট। তার মধ্যে সাকিব একজন।
তবে না খেললেও ম্যাচের সময় ভিআইপি বক্সে উপস্থিত ছিলেন দেশসেরা ক্রিকেটার। এ সময় বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় সাকিবকে। কি কথা হচ্ছিল? ম্যাচ শেষে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পাপন বলছিলেন, ‘সাকিব আমাকে বলেছে, আমাদের এবার ভালো সুযোগ আছে। সাকিবের মতো খেলোয়াড় যখন বলে এবার ভালো সুযোগ আছে, তার মানে দলের ওপরও তার আত্মবিশ্বাস আছে। যেটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ যেমন প্রস্তুতি কথা ভেবে রেখেছিল তেমনটা হয়নি, এমন কথাও বলেছেন পাপন। করোনার কারণেই সেটা সম্ভব হয়নি বলেছেন তিনি, ‘টি-টোয়েন্টিতে যেভাবে খেলার কথা ছিল, সেভাবে হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের যে পরিকল্পনা, তা ঠিকঠাক করতে পারিনি। দেড়টা বছর আসলে আমাদের যা যা পরিকল্পনা মাথায় ছিল, সত্যি বলতে সেটা আমরা করতে পারিনি। কিন্তু অনেক দেশ করতে পেরেছে। একটা সমস্যা ছিল আমাদের দেশে কাউকে আনা কিংবা অন্য দেশে গিয়ে আমাদের খেলা। এগুলো নিয়ে একটু সমস্যা ছিল। প্রথম এক বছর তো গেছে শঙ্কায়, খেলাধুলা নিয়ে কিছুই ছিল না। একটা লম্বা সময় বিরতি ছিল। আমি বলব না যে প্রস্তুতি খুব একটা ভালো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী হয়নি।’