জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়াঙ্গন
২১ সেপ্টেম্বর ২০২১ ২২:৩২
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শোকের ছায়া, নিরবতা। যে মাঠের সবুজ গালিচায় কতো শতো গল্প লিখেছেন জালাল আহমেদ চৌধুরী সেই মাঠে তার নীরব, নিথর দেহ। অনেকদিন ধরেই বিভিন্ন অসুখে ভুগছিলেন জালাল আহমেদ। হাসপাতাল ছাড়া ভর্তি হওয়ার মধ্যেই কাটছিল সময়। ফুসফুসের সংক্রমণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। সেখান থেকেই আজ সোয়া ১১টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান জালাল আহমেদ।
তার বিয়োগে শোকস্তব্ধ ক্রীড়াঙ্গন। তার পুরো জীবনটাই যে কেটেছে ক্রীড়াঙ্গনে। একটা সময় দাপিয়ে ক্রিকেট খেলেছেন। ক্রিকেটে বাংলাদেশ যখন ধীরে ধীরে উন্নতির পথে সেই সময়টাতে জাতীয় দলকে কোচিং করিয়েছেন। জামাল আহমেদের হাত ধরে কতো ক্রিকেটার উঠে এসেছেন তার ইয়ত্তা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) গেম ডেভেলপমেন্ট, ক্রিকেট অপারেশন্সসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ছিলেন দুর্দান্ত একজন ক্রিকেট লেখক। জালাল আহমেদ যেমন বহু ক্রিকেটারদের ‘গুরু’ ছিলেন তেমনটি বহু ক্রিকেট লেখকের আদর্শও ছিলেন। এমন একজনের বিদায়টা তাই ছুঁয়ে গেছে সবাইকে। বিভিন্নজন শোক জানাচ্ছেন বিভিন্নভাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে।
জালাল আহমেদের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তোজা নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘যাঁদের হাত ধরে ক্রিকেটজীবন শুরু করা, তাঁদের বিদায়গুলো এভাবে দেখা খুবই কঠিন। স্যার, আপনার অধীনে খেলা, আপনার আদেশ, ড্রেসিংরুমে আপনার স্থির থাকা, আপনার লেখা—সবকিছুই এখন স্মৃতি হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেটে আপনার অবদান যাঁরা দেখেছেন, তাঁরা আজীবন মনে রাখবেন। অসংখ্য খেলোয়াড়ের গুরু ছিলেন আপনি, আর হয়েও থাকবেন। ওপারে ভালো থাকবেন স্যার। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন। আমিন।’
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও বরেণ্য ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই। মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
সাকিব আল হাসানকেও শোকে ছুঁয়ে গেছে, ‘বাংলাদেশের অন্যতম ক্রিকেট লেখক ও স্বনামধন্য কোচ জালাল আহমেদ চৌধুরীর পরলোকগমনে আমরা গভীরভাবে মর্মাহত।’
মুশফিুর রহিম লিখেছেন, ‘প্রখ্যাত ক্রীড়া লেখক ও ক্রিকেট কোচ জালাল আহমদ চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
লিটন দাস লিখেছেন, ‘জাতীয় ক্রিকেট কোচ ও প্রখ্যাত ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরীর সংবাদটা শুনে খারাপ লাগছে। শান্তিতে ঘুমান।’ এনামুল হক বিজয় লিখেছেন, ‘শুনলাম জালাল স্যার আমাদের মাঝে আর নেই। স্যার আপনাকে অনেক মিস করবো সবাই।’
সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস লিখেছেন, ‘আমাদের প্রিয় কোচ জালাল আহমেদ চৌধুরী স্যার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাঁর আত্মাকে ক্ষমা করুন। আমিন।’
জালাল আহমেদের সঙ্গে বহু স্মৃতি ক্রিকেট সাংবাদিকদেরও। যার সঙ্গে কাজ করা হয়েছে বহু বছর, সেই তিনি এখন অতীত। জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র জালাল আহমেদের মৃত্যুতে লিখেছেন, ‘ক্রিকেটের আসল চেতনাটাকে শুধু মুখের বুলিতে সীমাবদ্ধ না রেখে তিনি মর্মে ধারণ করেছেন।’
ক্রিকেট সাংবাদিক সাইদুর রহমান নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘শুধু খেলা শেখানোই নয়,ক্রিকেটের শ্বেতশুভ্রতাকে কিভাবে জীবনে ধারণ করতে হয় তা হাতে কলমে শিখিয়েছেন। কবিতা,গান,শুদ্ধতার চর্চা আর তাকে ধারণ করে বেঁচে থাকার কায়দাও জালাল চৌধুরীর কাছ থেকে জেনেছে তার গুনমুগ্ধ শিষ্যরা।’ সাংবাদিক আরিফুল ইসলাম রনি লিখেছেন, ‘ক্রিকেটকে তার মতো করে ভালোবাসতে, ধারণ করতে, চর্চা করতে ও ফুটিয়ে তুলতে আর কাউকে দেখিনি।’