Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবিনার চার গোলে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের গোল উৎসব


২৬ সেপ্টেম্বর ২০২১ ২০:৩১

এএফসি এশিয়ান কাপে দুই ম্যাচ হেরে বাছাই পর্ব থেকেই বিদায় নেওয়া বাংলাদেশ নারী ফুটবল দল হংকংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে কেমন করে সেটাই ছিল দেখার। এই লড়াইয়ে মন ভড়িয়েছেন সাবিনা খাতুনরা। ফিফা র‍্যাংকিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা দলটিকে আজ ৫-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। একাই চার গোল করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা।

রোববার (২৬ সেপ্টেম্বর) উজবেকিস্তানের জার একাডেমি মাঠে প্রধমার্ধেই দুই গোল আদায় করে চালকের আসনে বসে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। ১৮ মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন তহুরা খাতুন। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সাবিনা।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের ৫৩ ও ৫৭ এই চার মিনিটের মধ্যে দুই গোল আদায় করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। ৮৫ মিনিটে আরও এক গোল করে দলের ও নিজের গোল সংখ্যা বাড়িয়ে নিয়েছেন সাতক্ষীরার এই গোলমেশিন। শেষ পর্যন্ত ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

এর আগে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে জর্ডান ও ইরানের বিপক্ষে দুই ম্যাচেই ৫-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশ নারী ফুটবল দল সাবিনা খাতুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর