কোর্তোয়ার অভিযোগ উয়েফার ভাবনায় কেবল টাকা
১১ অক্টোবর ২০২১ ১৮:১৩
উয়েফা নেশনস লিগের দ্বিতীয় আসরের খেলা শেষের এখনো পার হয়নি ২৪ ঘণ্টা। আর এর মধ্যেই ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) দিকে আঙুল উঠেছে। এবার উয়েফার দিকে আঙুল তুলেছেন সদ্য সমাপ্ত টুর্নামেন্টে ইতালির কাছে তৃতীয় স্থান হারানো বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া। তার অভিযোগ উয়েফা খেলোয়াড়দের কথা ভাবে না, তারা কেবল টাকার পেছনে ছুটছে।
২০১৮ সালের সেপ্টেম্বরে রাশিয়া বিশ্বকাপের ঠিক পরপরই মাঠে গড়ায় উয়েফা নেশনস লিগের প্রথম আসরের খেলা। যেখানে চারটি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো ফাইনাল রাউন্ডের জন্য প্রতিযোগিতা করে। এরপর ঠিক এক বছর পর ২০১৯ সালের জুনে অনুষ্ঠিত হয় প্রথম আসরের ফাইনাল। টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তোলে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
এরপর ক্রমেই বেড়েছে টুর্নামেন্টের জনপ্রিয়তা। তবে এই টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের ওপর আসছে বাড়তি চাপ। খেলোয়াড়রা ক্লাব প্রতিযোগিতার পর জাতীয় দলের ম্যাচ খেলে হয়ে পড়ছে ক্লান্ত। আর সেই সঙ্গে বাড়তি চাপ উয়েফা নেশনস লিগ। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়ার মনে করছেন উয়েফার চোখে খেলোয়াড়রা এখন ‘রোবট’।
ইতালির বিপক্ষে উয়েফা নেশনস লিগের তৃতীয় স্থান নির্ধারণি ম্যাচে ২-১ গোলের ব্যবধানে হারে পর স্কাই স্পোর্টসকে এসব বলেন কোর্তোয়া।
কোর্তোয়া বলেন, ‘সত্যি বলতে কি এই খেলাটি কেবল টাকার জন্য হচ্ছে। আমরা এই ম্যাচটি খেলছি কারণ উয়েফা একটি বাড়তি ম্যাচ আয়োজন করছে, কিছু বাড়তি অর্থের জন্য।’
‘হ্যাঁ, আমাদের জন্য এটা দারুণ একটি ম্যাচ কেননা আমরা ইতালির বিপক্ষে খেলছি। কিন্তু একটা ব্যাপার খেয়াল করে দেখুন যে দুই দলই তাদের কতগুলো খেলোয়াড় পরিবর্তন করেছে। আমরা দুই দলই যদি ফাইনাল খেলতাম তাহলে আমরা অন্য খেলোয়াড় নিয়ে মাঠে নামতাম।’—যোগ করেন কোর্তোয়া।
রোববার রাতের ম্যাচে রিয়াল ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড, চেলসির স্ট্রাইকার রোমেলু লুকাকুর মতো তারকাদের বিশ্রাম দিয়েছিলেন বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ।
কোর্তোয়া আরও বলেন, ‘আগামী বছরের নভেম্বরে শুরু হবে বিশ্বকাপ। তাই আমাদের জুনের পরেও টানা খেলতে হবে। আমরা অনেক খেলোয়াড়ই ইনজুরিতে পড়ব কিন্তু কেউই খেলোয়াড়দের কথা ভাবে না।’
এরপর উয়েফার বিরুদ্ধে আরও এক হাত নিয়ে কোর্তোয়া বলেন, ‘উয়েফা সবসময় অভিযোগ করে আসছে ক্লাবগুলো অর্থের জন্য সুপার লিগ (ইউরোপিয়ান সুপার লিগ-ইএসএল) তৈরি করছে অর্থের জন্য কিন্তু উয়েফাই তো খেলোয়াড়দের কথা ভাবছে না।’
এদিকে প্রতি দুই বছরে একটি করে বিশ্বকাপ আয়োজনের কথার বিরুদ্ধেও সোচ্চার কোর্তোয়া। ‘আমরা শুনছি ফিফা প্রতি দুই বছরে একবার করে বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে। তারা প্রতি বছর উয়েফা ইউরো বা বিশ্বকাপ টুর্নামেন্টের কথা ভাবছে। তাহলে আমরা বিশ্রাম করব কখন? কখনোই না!’
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস