বিশ্বকাপের সেরা বোলার হবেন সাকিব?
১৬ অক্টোবর ২০২১ ১৭:৪১
রাত পোহালেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাড়তি উন্মাদনা, আগ্রহ দর্শকদের যেমন ক্রিকেটারদের নিশ্চয় আরও বেশি। বিশ্বমঞ্চে সেরা হওয়ার লড়াই করবেন বিশ্বের সেরা একঝাঁক ক্রিকেটার। তাদের মধ্যে সাকিব আল হাসান আসন্ন বিশ্বকাপের সেরা বোলার হবেন মনে করছেন স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়ের্টজার।
টি-টোয়েন্টিতে সম্প্রতি সময়টা অবশ্য খুব একটা ভালো যাচ্ছে না সাকিবের। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে চার ম্যাচে চার উইকেট পেয়েছেন সাকিব। তারপর কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে গিয়ে একাদশে ঠিকমতো সুযোগ পাচ্ছিলেন না। টুর্নামেন্টের শেষ দিকে সুযোগ মিললেও পাঁচ ম্যাচে উইকেট নিয়েছেন মাত্র ২টি। কলকাতার জার্সিতে আইপিএলের শেষ তিন ম্যাচ উইকেটশূন্য ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। তবে স্কটিশ অধিনায়ক মনে করছেন, সাকিবই হবেন সেরা বোলার।
বিশ্বকাপের আগে অধিনায়কদের নিয়ে ‘ক্যাপ্টেন্স কল’ নামে ভার্চুয়াল আড্ডা চলছে প্রতিদিনই। শনিবার (১৬ অক্টোবর) তাতে যোগ দিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম, শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা, ওমান অধিনায়ক জিসান মাকসুদ ও স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়ের্টজার। এই আয়োজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাবেক আইরিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকার নিল ও’ব্রায়েন।
প্রতি অধিনায়কের কাছেই আসন্ন বিশ্বকাপের সম্ভব্য সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারীর নাম জানতে চান নিল ও’ব্রায়েন। কোয়ের্টজার সম্ভাব্য সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে সাকিবের নাম নেন। স্কটিশ অধিনায়ক সম্ভাব্য সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বাবর আজমের নাম বলেছেন।
ওমান অধিনায়কও সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বাবরের নাম বলেন। বোলার হিসেবে নির্দিষ্ট কারও নাম তিনি বলেননি। দাসুন শানাকা সম্ভাব্য সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে রোহিত শর্মা ও সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে আফগানিস্তানের রশিদ খানের নাম বলেছেন।
বাবর নিজে সম্ভাব্য সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের কথা বলেছেন। সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে পাকিস্তানের হাসান আলীর নাম বলেছেন।
কাল টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শুরু হবে। প্র্রথম দিনেই বাংলাদেশের মুখোমুখি হবে স্কটল্যান্ড। এই ম্যাচে সাকিবের বিপক্ষে বেশ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে স্কটিশদের বলেছেন কোয়ের্টজার।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
আরও পড়ুন: বাংলাদেশকে ওমান-পিএনজির চেয়ে ওপরে দেখেন না স্কটল্যান্ড কোচ
মুশফিকের অফ ফর্মে চিন্তিত নয় অধিনায়ক
বার্জারের মন্তব্য ও প্রস্তুতির হার নিয়ে ভাবছে না বাংলাদেশ