পাওয়ার প্লে’র রান খরায় উদ্বেগ দেখছেন সাকিব
২০ অক্টোবর ২০২১ ০৯:১৭
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের উদ্বোধনী জুটি এখনো রানের দেখায় পেল না। প্রথম দিন লিটন-সৌম্য জুটি ব্যর্থ তো দ্বিতীয় ম্যাচে ব্যর্থ লিটন-নাঈম জুটিও। দ্রুত উইকেট হারিয়েছে দুই দিনই। আর এতেই পাওয়ার প্লে’তে রান আসছে না বাংলাদেশের। যেখানে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ছয় ওভারে দ্রুত রান তোলার চেষ্টা করে অন্যান্য দল সেখানে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। পাওয়ার প্লে’তে না আসায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের সেরা তারকা সাকিব আল হাসান।
ওমানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’র ছয় ওভারে ২ উইকেট খরচায় বাংলাদেশ রান তুলেছিল মোটে ২৯। যেখানে পাওয়া প্লে’তে বড় শট খেলে রানের চাকা দ্রুত ঘোরানোর জন্য মরিয়া হয়ে থাকে অন্যান্য দেশ সেখানে বাংলাদেশ দল যেন বড় শট খেলতে গিয়ে ক্যাচ প্র্যাক্টিস করাতে মনোনিবেশ করে। ওমান ম্যাচে প্রথম ৬ ওভারে বাংলাদেশ দল বাউন্ডারি হাঁকিয়েছে মাত্র তিনটি।
ওমানকে হারিয়ে মূল পর্বের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
যে উইকেটে বাংলাদেশ পাওয়ার প্লে’তে করল ২৯ রান সেখানেই ওমান করেছে ৪৭, তারাও হারিয়েছিল দুটি উইকেট। বাংলাদেশের তিনটি বাউন্ডারির বিপরীতে ওমানের বাউন্ডারির সংখ্যা ছিল ৫টি।
পাওয়ার প্লে’তে রান কম আসায় বেশ উদ্বেগ প্রকাশ করেছেন সাকিব। তিনি বলেন, ‘এটা অবশ্যই আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমাদের ওপরের দিকের ব্যাটারদের যে স্কিল আছে, সে অনুযায়ী পারফরম্যান্স দেখাতে পারেনি। আশা করি পরের ম্যাচে প্রদর্শন করবে।’
স্বপ্ন প্রতিদিন পরিবর্তন হয় না!
শুরুর দিকে দ্রুত উইকেট হারানো এবং রান করতে না পারায় পরের ব্যাটারদের ওপর চাপ পড়ে। আর চাপের মুখে দলের বিপর্যয় এড়াতে ধীর গতিতে ব্যাটিং করাতেই বিপদে পড়ে বাংলাদেশ। অবশ্য কেবল পাওয়ার প্লে’তেই নয় শেষ দিকে এসেও রান তুলতে পারেনি বাংলাদেশ। উদ্বেগের ব্যাপারটি থেকে যাচ্ছে সেখানেও। একটা সময় বাংলাদেশের সংগ্রহ ১৭০ এরও বেশি হবে বলেই ধারণা করা হচ্ছিল। তবে শেষ দিকে সেভাবেই ব্যাট ঘোরাতে না পারায় ১৫০-তেই আটকে থাকতে হয় টাইগারদের।
এই জয় একটু হলেও স্বস্তি দেবে: সাকিব
দলের ব্যাটারদের এখানেও উন্নতি করার জায়গা দেখছেন সাকিব।
‘আমরা ১৫০ রান করেছি। সবসময় দলের চিন্তাই করি। দলের উন্নতির জায়গা আছে, আরও ২০-২৫ রান করার সুযোগ আছে। পাওয়ার প্লে’তে ১৫ রান বেশি করলে আর শেষদিকে ১০ রান বেশি করলে ২৫ রান করা সম্ভব। এটা করার সামর্থ্য আমাদের ভালোভাবেই আছে। এই দুই জায়গায় উন্নতি করলে আমাদের দল ১৭০ করতে পারবে। তখন আমাদের বোলিং অ্যাটাক দিয়ে যেকোনো দলের বিপক্ষে লড়তে পারব। সেই উন্নতিটাই আমাদের দরকার। খুব টেনশনের কিছু না। কিন্তু এই উন্নতির সুযোগ আছে। আমি নিশ্চিত, সবাই এই জায়গাগুলোতে ভালো করে দলকে জেতাতে আগামী ম্যাচগুলোতে মুখিয়ে থাকবে।’
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস