শ্রীলংকায় চারজাতির টুর্নামেন্টে বাংলাদেশের কোচ মারিও লেমস
২১ অক্টোবর ২০২১ ১৩:৪৬
মালদ্বীপে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন অস্কার ব্রুজন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জেমি ডে’র পরিবর্তে কেবল এই টুর্নামেন্টের জন্যই বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনকে নিয়োগ দিয়েছিল। এবার শ্রীলংকায় অনুষ্ঠিত হতে যাওয়া চারজাতির টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আবাহনী লিমিটেডের পর্তুগিজ কোচ মারিও লেমসের কাঁধে।
এর আগে বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফের সঙ্গে যুক্ত ছিলেন মারিও লেমস। ২০১৭ সালে বাংলাদেশ জাতীয় দলের ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মারিও লেমোস। চার বছর পর এবার সেই জাতীয় দলেরই মূল কোচের দায়িত্বই পেয়েছেন তিন মৌসুম ধরে আবাহনীকে কোচিং করানো এই পর্তুগিজ কোচ।
মূল কোচ জেমি ডে’কে দুই মাসের অব্যাহতি দিয়েছে বাফুফে। এরপর সাফের জন্য বাংলাদেশের দায়িত্বে ছিলেন অস্কার ব্রুজন। তার অধীনে বাংলাদেশ দল বেশ লড়াই করেছে। তবে শেষ ম্যাচে নেপালের সঙ্গে ড্র করে ফাইনালে ওঠা হয়নি ব্রুজনের দলের।
শ্রীলংকায় চারজাতি টুর্নামেন্টে বাংলাদেশের সূচি চূড়ান্ত
আগামী মাসে শ্রীলংকায় শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফি। এই টুর্নামেন্টে স্বাগতিক শ্রীলংকার সঙ্গে আরও থাকছে বাংলাদেশ, মালদ্বীপ এবং সেশেলস। শ্রীলংকার রেস কোর্স স্টেডিয়ামে ৮ নভেম্বর উদ্বোধোনী ম্যাচে ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ দেশ সেশেলসের মুখোমুখি হবে বাংলাদেশ।
শ্রীলংকায় আগামী মাসে এই চার জাতি টুর্নামেন্টে বাফুফে ব্রুজনকে চাইলেও দায়িত্ব নিতে রাজী হননি বসুন্ধরা কিংসের কোচ। চার সপ্তাহের ছুটিতে ফিরে গেছেন স্পেনে। চার জাতি টুর্নামেন্টে তাই নতুন কোচের প্রয়োজন পড়তই। এই টুর্নামেন্টে কোচ হিসেবে মারুফুল হকের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত লেমসকেই বেছে নিয়েছে বাফুফে।
ব্রুজোনের মতো তিন বছর ধরে বাংলাদেশে আছেন লেমসও। আবাহনীকে এএফসি কাপের ইন্টার-রিজিওনাল সেমিফাইনালে উঠেছিল তার হাত ধরে। লেমোস এখন ছুটিতে আছেন পর্তুগালে। ভিসা পেয়ে গেলে দুই-একদিনের মধ্যে ঢাকায় ফিরবেন তিনি। এরপর ২৫ অক্টোবর থেকে জাতীয় ক্যাম্প শুরু হবে বলে জানা গেছে।
সারাবাংলা/এসএস
ঢাকা আবাহনী বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ ফুটবল ফেডারেশন মারিও লেমস