Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবেগ নয়, টাইগারদের কাছে পেশাদারিত্ব চান পাপন

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২১ ১৪:২৮

ফাইল ছবি

স্কটিশদে কাছে হারের পর মুখে হাসি মিলিয়ে গিয়েছিল টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। পাপুয়া নিউ গিনিকে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করার পর স্বস্তি ফেরে টাইগারদ দলপতির। কিন্তু তখনও তার চোখ মুখে ছিল হতাশা। আবেগ, আক্ষেপ আর হাহাকার সংবাদ সম্মেলনে যেন উগড়ে দিলেন রিয়াদ। টাইগার দলপতির তীব্র হতাশা প্রকাশে পর দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিসিবি সভাপতি বলেন, তারা কখনোই ক্রিকেটারদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলেননি। মাহমুদউল্লাহর ক্ষোভে ফেটে পড়াকে পাপন দেখছেন, স্রেফ ছেলেমানুষি হিসেবে। আর তাই পাপনের চাওয়া ক্রিকেটাররা যেন আরও পেশাদার হয়।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর ওমানের বিপক্ষে একটা পর্যায় পর্যন্ত চাপে ছিল বাংলাদেশ, দলকে ঘিরে ধরেছিল প্রথম পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা। পরে ঠিকই ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতে। পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচ জিতলেই তাই নিশ্চিত হতো পরের ধাপ। বৃহস্পতিবার সেটা অনায়াসেই করে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর সংবাদ সম্মেলনে এসে টাইগার অধিনায়ক নিজের আবেগ, আক্ষেপ আর হাহাকার ঝরালেন।

বিজ্ঞাপন

এক নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের সময়সূচি

মাহমুদউল্লাহ রিয়াদ সেদিন বলেন, ‘শক্ত হওয়াটাই মনে হয় স্বাভাবিক। ঠিকাছে, আমরা মানুষ, আমরাও ভুল করি। একদম ছোট করে ফেলা ঠিক না। কারণ এটা আমাদের দেশ, আমরা সবাই একসঙ্গে (আছি)। আমি সব সময় এই কথাটা বলি। পুরো দেশকে প্রতিনিধিত্ব করছি, এটা আমাদের মাথায় থাকে। আমাদের চেয়ে অনুভূতি কারো বেশি না আমার মনে হয়। সমালোচনা অবশ্যই হবে। খারাপ খেলেছি, কিন্তু একবারে ছোট করে ফেলা ঠিক না। এটা আমাদের সবারই খারাপ লেগেছে।’

শুক্রবার (২২ অক্টোবর) বেসরকারি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মাহমুদউল্লাহর করা সেই মন্তব্যের প্রতিক্রিয়া জানান নাজমুল হাসান পাপন।

সিনিয়রদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলায় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মাহমুদউল্লাহ। দিয়েছিলেন তার জবাবও। তবে পাপন বলছেন, ‘আমি দুটো বিষয়ের কোনো মিল পাইনি।’

‘প্রথমটি হলো, সে বলেছে কেউ তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুললে তাদের খারাপ লাগে। কিন্তু আমি মনে করি কেউই তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলেনি। একাবারের জন্যও না। আমি তো আমার বক্তব্যে একবারের জন্যও কমিটমেন্ট নিয়ে কোনো কথা বলিনি। দ্বিতীয়ত সে (মাহমুদউল্লা) বলেছে যে, তাদেরকে নাকি ছোট করে কথা বলা হয়েছে। আমার মনে হয় সে এটা আবেগী হয়ে বলছে। পেশাদার ক্রিকেটারদের এত আবেগী হওয়া ঠিক না। তাদের এসব কমেন্ট মাথায় নিয়ে চললে হবে না, এসব তাদের এড়িয়ে চলে পেশাদারভাবেই খেলতে হবে।’—বলেন পাপন।

বাংলাদেশের বিপক্ষে রহস্য স্পিনারকে পাচ্ছে না শ্রীলংকা

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সে (মাহমুদউল্লাহ) এবং অন্য ক্রিকেটারদের একটি বিষয় বোঝা উচিৎ। যেমন সে বলেছে, আমরাও তো মানুষ। কিন্তু একইভাবে আমিও বলতে চাই, এ দেশে যারা তাদের সমর্থক তারাও মানুষ। বিসিবিতেও আমরা যারা আছি তারাও সবাই মানুষ। সুতরাং, এখানে ব্যক্তিগতভাবে নেওয়ার কিছুই নেই। কারণ, আমরা যাই বলি, সে সব কিছুই দলের জন্য, দেশের জন্য। কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়।’

কেবল টাইগার অধিনায়কের মন্তব্য নিয়েই কথা বলেননি টাইগারদের সভাপতি। তিনি ইঙ্গিত দেন টি-টোয়েন্টি অধিনায়কের পরিবর্তন হওয়া নিয়েও। তবে পাপন এই ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি।

পাপন বলেন, ‘এই মুহূর্তে নেতৃত্ব (টি-টোয়েন্টি ফরম্যাটে) আমাদের কোনো চিন্তা নেই। তবে এটা স্বাভাবিক, যে কোনো সময় নেতৃত্বে পরিবর্তন আসতে পারে। এবং এখানেও সম্ভাবনা আছে যে, নেতৃত্বে পরিবর্তন আসবেই। তবে কোন ফরম্যাটে পরিবর্তন আসছে সেটা আমি এখন আমি প্রকাশ করবো না।’

বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ দল রোববার (২৪ অক্টোবর) শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর