Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেমিতে পাকিস্তানের সঙ্গী হওয়ার দৌড় এখনো উন্মুক্ত

স্পোর্টস ডেস্ক
৬ নভেম্বর ২০২১ ১২:৫৬

ভারতকে ১০ উইকেটের ব্যবধানে বিধ্বস্ত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভ সূচনা করে পাকিস্তান। এরপর একে একে নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং নামিবিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে নিশ্চিত করে সেমিফাইনাল। এদিকে গ্রুপের বাকি পাঁচ দলের ভেতর নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং ভারত তিন দলেরই সম্ভবনা আছে সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গী হওয়ার।

গ্রুপ ২ থেকে সেমি নিশ্চিত করা পাকিস্তান ফুরফুরে মেজাজে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে স্কটল্যান্ডের বিপক্ষে। আর অন্য দুই ম্যাচে সেমিফাইনালের টিকিটের জন্য লড়বে নিউজিল্যান্ড-আফগানিস্তান এবং ভারত-নামিবিয়া। পাকিস্তানের ম্যাচটি কার্যত নিয়মরক্ষকার হলেও এর ওপর নির্ভর করছে কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে।

বিজ্ঞাপন

সেমির সম্ভাবনা নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড-আফ্রিকা-অস্ট্রেলিয়া

নিজেদের শেষ ম্যাচে পাকিস্তান যদি স্কটল্যান্ডের কাছে হেরে বসে আর নিউজিল্যান্ড যেকোনো ব্যবধান আফগানিস্তানের বিপক্ষে জয় পায় তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে যাবে কিউইরা। কেননা তখন পাকিস্তান ও নিউজিল্যান্ড উভয়ই চারটি করে ম্যাচ জিতবে এবং সমান ৮ পয়েন্ট হওয়া সত্ত্বেও নেট রানরেটে এগিয়ে থাকার কারণে নিউজিল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

আর যদি পাকিস্তান নিজেদের ম্যাচে জয় লাভ করে তাহলে তারা কোনো গাণিতিক হিসাবের ভেতর থাকছে না গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমি নিশ্চিত করবে। তবে হিসাবে পড়বে ভারত, আফগানিস্তান এবং নিউজিল্যান্ড।

দেখে নেওয়া যাক নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং ভারতের সেমিফাইনালে যাওয়ার রাস্তা।

নিউজিল্যান্ড: 

  • নিউজিল্যান্ডের সামনে সেমিফাইনালের টিকিট পাওয়ার রাস্তা বেশ সোজা। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলেই নিশ্চিত টিকিট। আফগানদের হারাতে পারলেই আর কোনো দিকে তাকাতে হবে না কিউইদের। পাকিস্তানের সঙ্গী হিসেবে সেমিফাইনালে খেলবে কোনো প্রকার হিসাব নিকাশ ছাড়াই।
  • তবে কোনোভাবে কিউইরা যদি আফনিস্তানের কাছে হেরে বসে তাহলে আর সুযোগ থাকছে না সেমিতে খেলার। কেননা আফগানদের কাছে হারলে দুই দলের পয়েন্ট হবে সমান ৬। দুই দলেরই জয়ের সংখ্যা থাকবে সমান তিনটি করে। তবে নেট রানরেটে পিছিয়ে থাকার কারণে আফগানদের নিচে নেমে যাবে নিউজিল্যান্ড। আর এতেই শেষ হয়ে যাবে কিউইদের সেমি খেলার স্বপ্ন।

আফগানিস্তান:

বিজ্ঞাপন
  • আফগানদের সামনে সেমিফাইনালে রাস্তাটা বেশ কঠিন হয়ে গেছে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর। ভারত নিজেদের শেষ দুই ম্যাচে আফগানিস্তান এবং স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান রেটে এগিয়ে গেছে অনেক। আর নেট রানরেটে ভারতের পেছনে পড়ে যাওয়ায় শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারালেও তাকিয়ে থাকতে হবে ভারত-নামিবিয়া ম্যাচের দিকেও।
  • আফগানিস্তানের বর্তমান পয়েন্ট ভারতের সমান ৪। তবে নেট রানরেট যেখানে ভারতের ১.৬১৯ সেখানে আফগানদের ১.৪৮১। আর পয়েন্ট টেবিলেও তাই ভারতের নিচে অবস্থান করছে আফগানরা। সেমিতে যেতে হলে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে তো হবেই সেই সঙ্গে কামনা করতে হবে ভারতের হারের দিকেও।
  • এছাড়াও আরও একভাবে ভারতকে টপকে সেমিতে যাওয়ার পথ রয়েছে আফগানদের সামনে। তা হচ্ছে— নিজেদের ম্যাচে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে যতদূর সম্ভব নেট রানরেটে এগিয়ে যাওয়া। আর কামনা করা ভারত জিতলেও তা যেন খুবই নগন্য ব্যবধানে জিতে। যাতে ভারতের চেয়ে নেট রানরেটে এগিয়ে থেকে সেমিফাইনালে চলে যাবে আগানিস্তান। তবে নিউজিল্যান্ডের কাছে হেরে গেলে আর কোনো সমীকরণই কাজে লাগবে না আফগানিস্তানের।

ভারত:

  • এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারতের সামনে বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায়ের ঘণ্টা বাজছে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে খাঁদের কিনারায় ভারতীয় দল। তবে পরের দুই ম্যাচে আফগানিস্তান ও স্কটল্যান্ডকে উড়িয়ে আবারও সমীকরণে নাম লিখিয়েছে তারা। অপেক্ষাকৃত দুর্বল নামিবিয়ার বিপক্ষে শেষ ম্যাচে খেলতে নামার আগে ভারতের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড নিজেদের ম্যাচ জিতে নিলে আর কোনো সমীকরণের দরকার পড়বে না ভারতের। নিশ্চিত হয়ে যাবে সুপার টুয়েলভ থেকে বিদায়।
  • সেমিফাইনালের টিকিটের জন্য ভারতকে নজরে রাখতে হচ্ছে আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকে। এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলে তাদের পয়েন্ট হবে ৮ আর ভারত নিজেদের শেষ ম্যাচে জিতলেও পয়েন্ট হবে ৬। এতে আর কোনো সমীকরণের দরকার পড়বে না কিউইদের। তবে কিউইরা যদি নিজেদের ম্যাচে আফগানদের কাছে অল্প ব্যবধানে হারে আর ভারত যদি নিজেদের ম্যাচে বড় ব্যবধানে জয় পায় তখন নেটরানের হিসাবে ভারত চলে যাবে সেমিফাইনালে। নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং ভারতের তখন সমান ৬ পয়েন্ট হওয়া স্বত্ত্বেও নেট রানরেটে এগিয়ে থাকবে ভারত। বর্তমানে নিউজিল্যান্ডের নেট রানরেট ১.২৭৭, ভারতের ১.৬১৯ এবং আফগানিস্তানের ১.৪৮১।

নিউজিল্যান্ডের সামনে আফগান ম্যাচটি অলিখিত কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচে জয়ের ওপরেই নির্ভর করছে কিউইদের সেমিফাইনাল ভাগ্য। আর কিউইদের হারের প্রার্থনায় গোটা ভারত। কারণ নিউজিল্যান্ড হারলেই কেবল তাদের সেমিফাইনাল খেলার রাস্তা খোলা থাকবে। রোববার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে নামবে আফগানিস্তান-নিউজিল্যান্ড আর রাত ৮টায় খেলবে পাকিস্তান-স্কটল্যান্ড। সুপার টুয়েলভের শেষ ম্যাচে সোমবার (৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে ভারত-নামিবিয়া।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন — https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

আফগানিস্তান গ্রুপ-২ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিউজিল্যান্ড পাকিস্তান ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর